জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
হাংঝু এশিয়ান গেমস হকির ভিসা বাংলাদেশ দল আগের ম্যাচেই পেয়ে গিয়েছিল। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দেখার বিষয় ছিল বাংলাদেশ শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলতে পারে কি না? শেষ পর্যন্ত তাই হয়েছে। প্রতিপক্ষ সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়নই হয়েছে। ৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৯। এই গ্রুপ থেকে সেমিতে বাংলাদেশের সঙ্গী হয়েছে ইন্দোনেশিয়া। আজ তারা ৩-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে।
বাংলাদেশ প্রথম দুই ম্যাচে জিতেছিল ৩-১ গোলের ব্যবধানে। প্রথমে ইন্দোনেশিয়াকে, পরে শ্রীলঙ্কাকে। আজ থাইল্যান্ডের ব্যাংককে বাংলদেশ জিতেছে ন্যূনতম গোলে। খেলার একমাত্র ব্যবধান সূচক গোলটি হয় দ্বিতীয় কোয়ার্টারে।
খেলার ১৯ মিনিটের সময় ১১ নম্বর জার্সিধারী মো. রকিবুল ফিল্ডগোল করে এই ব্যবধান তৈরি করেন। সিঙ্গাপুর একটি পেনাল্টি স্ট্রোক পেলেও তা থেকে ফায়দা নিতে পারেনি।
বাংলাদেশ দ্বিতীয় সেমিফাইনাল খেলবে শনিবার (১৪ মে) ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। এই গ্রুপের রানার্সআপ দল এখনো নিশ্চিত হয়নি। খেলা শরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ওমান। একই দিন বাংলাদেশ সময় ১২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ওমানেরও প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।
এমপি/আরএ/