শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

নেপালকে হতাশায় ডুবিয়ে ফাইনালে ভারত

ফাইনালে যেতে হলে ভারতের জয়ের বিকল্প নেই। অপরদিকে নেপালের ড্র হলেই চলবে। ৩ ম্যাচ শেষে নেপালের ৭ ও ভারতের ৬। সমীকরণটা ভারতের জন্য কঠিনই। কিন্তু সেই সমীকরণটাকে ১-০ গোলে ম্যাচ জিতে সহজ করে নিল ভারত।

৯ পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-১৯ মেয়েদের ফুটবলে ফাইনালে পৌঁছে গেছে ভারত। অপরদিকে অপেক্ষায় থাকতে হবে নেপালকে। যে অপেক্ষা ভারতের চেয়েও কঠিন। এমনকি শেষ না হতেও পারে। নেপালকে দিনের পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। যেখানে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ খেলতে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার ভান্ডারে নেই কোনো পয়েন্ট। বলা যায় আসরের সব থেকে দুর্বল দল শ্রীলঙ্কা। একটি পরিসংখ্যানই শ্রীলঙ্কার দুর্বলতা বুঝাতে যথেষ্ট হতে পারে। ভুটানের কাছে শ্রীলঙ্কা হেরেছিল ৫-০ গোলে। আর সেই ভুটানকে বাংলাদেশ হারিয়েছিল ৬-০ গোলে। কাজেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ড্র করলে দ্বিতীয় হবে। আর নেপালকে ফাইনালে যেতে হলে বাংলাদেশের হার কামনা করতে হবে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত ছিল জয়ের জন্য মরিয়া। বিপরীতে নেপালের মনোভাব ছিল ড্র। জয়ের জন্য তাদের সেভাবে কখনো আক্রমণাত্বক হতে দেখা যায়নি। এর সুফলও তারা পেয়েছিল প্রথমার্ধে কোনো গোল হতে না দিয়ে। এমনকি ৬৬ মিনিট পর্যন্ত তারা ভারতকে আটকে রাখতে পেরেছিল। এর পরই গোল পেয়ে যায় ভারত। পিয়াঙ্কা বাঁ পায়ের প্লেসিং শটে গোল করে ভারতকে এগিয়ে নিয়ে যান। গোল হজম করার পর নেপাল গোল পরিশোধের জন্য আক্রমণে উঠে আসে। কিন্তু গোল সোনার হরিণ হয়েই থাকে।

এমপি/এসআইএইচ

Header Ad
Header Ad

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের তীব্র নিন্দা

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচু্র ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভারত সরকার এই বিবৃতি দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

ভারতের বিবৃতিতে বলা হয়, ‘সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল। আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল!’ এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয় বলে মনে করে ভারত।

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে এর আগে বাংলাদেশ সরকার তাকে যে বার্তা দিয়েছে সে ব্যাপারে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ১ দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ক্রমাগত শীতে প্রচণ্ড অস্বস্তিতে রয়েছে এ জেলার মানুষ। কর্মজীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতা। হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া দেখা দিচ্ছে। হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ।

এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামী দু'দিন তাপমাত্রার পারদ আরো কমতে পারে। তবে দিনে রোদ থাকবে। রাতে শীত অনুভূত হবে। 

Header Ad
Header Ad

গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়। ছবি: সংগৃহীত

গাইবান্ধা শহরের এক নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জিম বলেন, ঢাকায় ফ্যাসিবাদের আঁতুরঘর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। তারই ধারাবাহিকতায় গাইবান্ধায় ফ্যাসিবাদের কার্যালয় উচ্ছেদ করছি। আমরা চাই, কোথাও যেন ফ্যাসিবাদের চিহ্ন না থাকে। ছাত্র-জনতা এভাবেই ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা রুখে দেবে।

তিনি বলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি রেলওয়ের জায়গায় অবস্থিত। এটি দখলদারিত্বের মাধ্যমে স্থাপিত হয়েছিল। এই জায়গায় একটি পাবলিক টয়লেট করা হবে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আমি বাড়িতে আছি। এ ধরনের কোনো খবর আমার কাছে নেই।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের তীব্র নিন্দা
চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
আ.লীগ কর্মীদের বিশেষ ট্রেনিং, সাবেক মেয়র জাহাঙ্গীরের ফোনালাপ ফাঁস!
দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি
আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ জনতার তাণ্ডব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাদকসহ ৭ কিশোর আটক
এবার অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা, খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর
সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
যুক্তরাষ্ট্রে প্রার্থনা প্রাতরাশে যোগ দিলেন ফখরুল-খসরু-জাইমা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা
থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট
দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
৩২ নম্বরে হামলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা