জাহানারাদের খেলা দিয়ে আজ পর্দা উঠছে বেসরকারি ফ্রাঞ্চাইজি আসরের
জাহানারা আলমের ফ্যালকন দলের খেলা দিয়ে মুরুর বুক দুবাইতে আজ পর্দা উঠতে যাচ্ছে বেসরকারি উদ্যোগে মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর।
জাহানারাদের প্রতিপক্ষ ওয়ারিয়ার্স। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই আসরে বাংলাদেশ নারী দলের অধিনায়ক রুমানা আহমেদও খেলছেন বার্মি আর্মি দলে। তার খেলা আগামীকাল স্প্রিটি দলের বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। ছয় দলের আসরের অপর দুই দল হলো টর্নেডোজ ও শাপিয়ার্স। ফেয়ারব্রেক ফ্রাঞ্চাইজি আসরকে আইসিসি স্বীকৃতি দিয়েছে। ফলে আসরের ম্যাচগুলো আর্ন্তজাতিক ম্যাচের মর্যাদা পাবে।
খেলা হবে লিগ পদ্ধতিতে। এরপর হবে সেমি ফাইনাল ও ফাইনাল। মোট খেলা ১৯টি। জাহানারার দলের বাকি খেলাগুলো হবে ৬ মে বার্মি আর্মি, ৭ মে স্প্রিট, ১১ মে শাপিয়ার্স, ১২ মে টর্নেডোজ। রুমানার কাল ও শুক্রবার মাঠে নামা ছাড়া বাকি ৩ ম্যাচ খেলবেন ৮মে টর্নেডোজ, ১০ মে শাপিয়ার্স, ১২ মে ওয়ারির্য়াস। লিগ পর্বের খেলা ৫ দিন অনুষ্ঠিত হওয়ার পর ৯ মে একদিন বিরতি রাখা হয়েছে। ১২ মে লিগ পর্বের খেলা শেষ হওয়ার পর আবার একদিন বিরতি। ১৪ মে অনুষ্ঠিত হবে দুইটি সেমি ফাইনাল। পরের দিন ফাইনাল। ফাইনাল খেলার আগে অনুষ্ঠিত হবে তৃতয়ি স্থান নির্ধারণি খেলা।
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নারী-পুরুষ মিলে এটি সবচেয়ে বড় আসর। এই আসরের আগ পর্যন্ত অন্য সবগুলো আসরই অনুষ্ঠিত হয়েছে নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে। কিন্তু এটি বেসরকারি উদ্যোগে। এই আসরে বিশ্বের ৩৫টি দেশের ৯০ জন ক্রিকেটার খেলবেন। আর কোনোা আসরে এত বেশি দেশের ক্রিকেটাররা অংশ গ্রহণ করেননি। ফেয়ারব্রেক মূলত বিশ্বে মেয়েদের সমঅধিকার নিয়ে কাজ করে।
এমপি/এমএমএ/