রাতে ব্যাংকক যাচ্ছে হকি দল
এশিয়াস গেমস হকির চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে আজ রাতে মালয়েশিয়া হয়ে ব্যাংকক যাবে জাতীয় হকি দল। বাংলাদেশের প্রথম খেলা ৭ মে ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে দল ৪টি। অন্য ২টি দল হলো শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। বাংলাদেশের দ্বিতীয় খেলা ১০ মে ভুটানের বিপক্ষে। ১২ মে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ।
এই আসরকে সামনে রেখে এবার বাংলাদেশ দলের খেলোয়াড়রা ঈদের দিনও অনুশীলন করেছেন। কোচ গোপিনাথানের তত্ত্বাবধানে বাংলাদেশ দল ২৭ এপ্রিল পর্যন্ত বিকেএসপিতে অনুশীলন করে। এরপর তিনদিনের বিশ্রাম দিয়ে আবার শুরু হয় অনুশীলন। বিশ্রামের পরের অনুশীলন খেলোয়াড়রা করেছেন মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। আর আবাসিক ক্যাম্প ছিল হকি স্টেডিয়ামের ডরমেটরিতে। যে কারণে খেলোয়াড়রা ঈদের দিনও ছুটি পাননি। ঈদের দিন সকালে অনুশীলন করে বায়তুল মোকররম জাতীয় মসজিদে তারা ঈদের নামাজ আদায় করেন।
এদিকে শেষের দিকে অনুশীলনে কোচ গোপিনাথান ছিলেন না। ৩ দিনের বিশ্রাম পেয়ে তিনি চলে যান মালয়েশিয়াতে। সঙ্গে নেন ৪ দিনের ছুটি। তিনি আজ মালয়েশিয়তে ট্রানজিটে দলের সঙ্গে যোগ দেবেন। তার অনুপস্থিতিতে কোচের দায়িত্ব পালন করেন সহকারি কোচ মিতুল। বাংলাদেশ দল এই আসর খেলে ব্যাংকক থেকে চলে যাবে জার্কাতায় এশিয়া কাপ হকির বাছাই খেলতে।
এমপি/আরএ/