মোস্তাফিজের ঈদ শুভেচ্ছা
আইপিএলে খেলার কারণে মোস্তাফিজুর রহমানের এবারের ঈদ দেশে ফেরা হয়নি। তিনি ঈদ করছেন ভারতে। সঙ্গে আছেন তার স্ত্রী। ঈদ উপলক্ষে মোস্তাফিজুর রহমান আজ দিল্লি ক্যাপিটালসের টুইটারে এক ভিডিও বার্তায় সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।
দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজই একমাত্র মুসলমান ক্রিকেটার নন. দলে আরো দুইজন মুসলমান ক্রিকেটার আছেন। তারা হলেন সরফরাজ খান ও খলিল আহমেদ। তারা দুইজনও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ভিডিও বার্তায় মোস্তাফিজ বলেছেন, ‘পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের জীবনে সুখ ও শান্তি বয়ে নিয়ে আসুক। ঈদ মোবারক। নরমালি ঈদে আমরা চারভাই সবাই, আমরা সবাই বাড়িতে থাকি, একসঙ্গে হই, একসঙ্গে নামাজ পড়তে যাওয়া হয়। আমার ফ্রেন্ডরাও থাকে, চাচাতো ভাই সবাই মিলে। ঈদটা এ বছর করতে পারছি না।’
সারফরাজ খান বলেন, ‘সকালে উঠে কাবলি পায়জামা পরি। নামাজ পড়তে যাই। কোলাকুলি করি। কোলাকুলি শেষে ঘরে এসে সবাই মিলে শাহী কুরমা খাই। পরে ঈদি নিয়ে বাবার পকেট খালি করি। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।’
খলিল আহমেদ বলেন, ‘আপনাকে ও আপনার পরিবারের সবাইকে আমার ও দিল্লি টিমের পক্ষ থেকে ঈদ মোবারক। খুশি থাকুন। দিনটিকে উপভোগ করুন। সালামি নিতে ভুলবেন না।’
এমপি