ঈদে এবাদতের সুখবর বুধবার বোলিং শুরু করবেন
মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেন ঈদ করেছেন নিজ এলাকা মৌলভীবাজারের বড়লেখ উপজেলার কঠালতলিতে। সকালে ঈদের নামাজ পড়েছেন এলাকার ঈদগাহে। ঈদের নামজের পরই বৃষ্টি শুরু হলে গৃহবন্দি হয়ে পড়েন। কিন্তু এর মাঝেও তিনি সুখবর দিয়েছেন আগামীকাল বুধবার (৪ মে) থেকে অনুশীলন করতে নামবেন। বোলিংও শুরু করবেন।
এবাদত এবারে ঈদ করেছেন ইনজুরি নিয়ে। প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে তিনি নাসুমের বলে ফিল্ডিং করতে গিয়ে ইানজুরিতে পড়েছিলেন। হাতে সেলাই পড়েছিল ৭/৮টির মতো। তারপর থেকেই তিনি মাঠের বাইরে।
এবাদতের ইনজুরি শুরুতে শঙ্কা দেখা দিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্টের হোম সিরিজ নিয়ে। কিন্তু সেই শঙ্কা কেটে যায় তার হাতে সেলাই পড়ার পর। শ্রীলঙ্কা সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবাদত কাল অনুশীলন শুরু করবেন।
ঢাকাপ্রকাশকে তিনি বলেন, ‘আমি ঈদ করছি আমারা এলাকা কাঠালতলিতে। ঈদের নামাজ পড়েছি এলাকার ঈদগাহে। আমার হাতের সেলাই শুকিয়ে গেছে। আগামীকাল থেকে অনুশীলন শুরু করব। বোলিংও করব।’
এবাদত ঢাকা ফিরবেন ৭ মে। ৮ মে শ্রীলঙ্কা সিরিজের রিপোটিং। এরপর দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে অনুশীলন শেষে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট।
এমপি/এসএন