সুমনের বেদনার ঈদ
ঈদ মানেই হাবিবুল বাশার সুমনের গাড়ির ড্রাইভিং আসনে বসে পড়া। স্টিয়ারিং ধরে নাড়ির টানে প্রিয় কুস্টিয়াতে ফেরা। বিদেশে খেলা না থাকলে এখানে সহজে কোনো পরিবর্তন হয় না। করোনার কারণে গত ২ বছর তার যাওয়া হয়নি।
এবার করোনাভীতি না থাকাতে বউ-বাচ্চা নিয়ে সুমন আবার আগের ভূমিকায়। প্রতিবার এভাবে যাওয়ার সময় মনের গহীনে আনন্দের বান ডাকে তার অন্তরে। মা-বাবার সঙ্গে দেখা, ভাই-বোনদের সঙ্গ লাভ, ছোট বেলার বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠা। কিন্ত এবার সেখানে দাঁড়ি পড়েছে। কারণ ইহলোকে নেই যে তার পিতা-মাতা ও এক ভাই। বড় ভাইকে হারিয়েছেন করোনার আগেই। এরপর গত হয়েছেন মা-বাবা। তাই বেদনায় ভরা তার অন্তর।
স্ত্রী-সন্তান নিয়ে ঈদে বাড়ি যাচ্ছেন ঠিকই, কিন্তু ঈদের সেই আনন্দ যেন তিনি পাচ্ছেন না। যেটা আগে আপনা থেকেই চলে আসত।
সুমন বলেন, ‘বাড়ি গিয়ে যেখানে মা-বাবাকে নিয়ে ঈদ করতাম, তারাই নেই। করোনার কারণে গত ২ বছর যাওয়া হয়নি। এ সময়ই তাদের হারিয়েছি। বাড়ি ফিরছি আর তাদের কথা মনে পড়ছে। তার আগে বড় ভাইকে হারালাম। আমার জন্য এবারের ঈদে আর সেই আনন্দ নেই।'
এসএন