মে দিবসে বিসিবির মাঠকর্মীদের সাকিবের সম্মান
আজ মহান মে দিবস। মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়।
সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে যথাযথ মর্যাদার সঙ্গে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অন্য অনেকের মতো মে দিবসে বিসিবির মাঠ কর্মীদের সম্মান জানিয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নিজের ফেসবুকে তিনি মাঠকর্মীদের একটি স্ক্রেচ এঁকে সেখানে লিখেছেন, ‘অক্লান্ত পরিশ্রমে আমাদের মাঠকর্মীরা নিশ্চিত করেন মাঠের প্রস্তুতি ও অন্যান্য সব সুযোগ-সুবিধা। যার ফলে, আমরা খেলতে পারি কোনো প্রকার চিন্তা ছাড়া। আন্তর্জাতিক শ্রমিক দিবসে মাঠকর্মীসহ পৃথিবীর সব কর্মজীবী মানুষের জন্য থাকল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’
এমপি/আরএ/