শরিফুল ফিট, খেলতে পারবেন প্রথম টেস্ট
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ শিবিরে শুধুই দুঃসংবাদ ছিল। একের পর এক ক্রিকেটারদের ইনজুরি ভাবনার কারণ হয়ে উঠেছিল। এ সব ইনজুরিই ছিল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে। পেসার তাসকিন-শরিফুলের পর এবাদত, এরপর মিরাজ।
বিশেষ করে পেসারদের অব্যাহত ইনজুরির কারণে টেস্ট খেলতে অনীহা প্রকাশ করা মোস্তাফিজকে আইপিএল থেকে নিয়ে আসার বিসয়টিও বেশ গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছিল। অবশেষে মিলেছে সু সংবাদ। ইনজুরির মিছিলে থাকা পেসার শরিফুল প্রথম টেস্টের আগেই সুস্থ হয়ে উঠেছেন। তাকে পাওয়া যাবে চট্টগ্রাম টেস্টে। এখন দিতে হবে শুধু ফিটনেস পরীক্ষা।
নির্বাচকরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করেছিলেন, সেখানে তারা ইনজুরিতে থাকার পরও শরিফুলকে রেখেছিলেন। তার নামরে পাশে ব্রাকেট দিয়ে লেখা ছিল ফিট থাকা সাপেক্ষে। নির্বাচকদের সেই ভরসা সত্যি হতে চলেছে।
শরিফুলকে সুস্থ করে তুলতে বিসিবি তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল। ধারণা করা হয়েছিল তার অস্ত্রপচারের প্রয়োজন হতে পারে। কিন্তু সিঙ্গাপুরের ডাক্তাররা শরিফুলকে দেখার পর অস্ত্রপচারের প্রয়োজন হবে না বলে জানান। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, শরিফুলের অস্ত্রপচার লাগবে না বলে সিঙ্গাপুরের ডাক্তাররা জানিয়েছেন। যে কারণে সে প্রথম টেস্টে খেলতে পারবে। তার খেলতে পারাটা আমাদের জন্য অনেক বড় সুখবর।
এমপি/এমএমএ/