এক ম্যাচ পরেই চেনা রূপে বাংলাদেশ হকি দল!
এক ম্যাচ পরেই বাংলাদেশ হকি দল আবার ফিরে গেল নিজেদের চেনা রূপে। জাপানের কাছে হেরেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। চলতি আসরে বাংলাদেশের এটি ছিল টানা তৃতীয় হার।
প্রথম ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে হারের পর কোরিয়ার বিপক্ষে তুমুল প্রতিরোধ গড়ে হেরেছিল ২-৩ গোলে। সেই ম্যাচের ২৪ ঘন্টা ব্যবধানে হারল জাপানের কাছে। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি আসরে জাপানের এটি ছিল প্রথম জয়। আগের দুই ম্যাচে তারা ভারতের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর পাকিস্তানের সঙ্গে গোল শুন্য ড্র করেছিল।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে জাপান তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। আজ তাদের শেষ খেলা ভারতের বিপক্ষে। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। আগামীকাল রবিবার যদি বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে তাহলে শেষ দল হিসেবে পৌঁছে যাবে সেমিতে।
পাঁচ গোলে জয়ী হলেও জাপান প্রথম কোয়ার্টারে কোনো গোল পায়নি। ২১ মিনিটে তানাকা ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন ১-০ গোলে। ২৪ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে দ্বিতীয় গোল করেন ফুজিশিমা। ৩৬ মিনিটে তাদের তৃতীয় গোল আসে পেনাল্টি স্ট্রোক থেকে। তা থেকে গোল করেন রাইওসেই। ৪২ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে রাইওসেই নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন। ৫৭ মিনিটে সেরেন তানাকা নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলের গোল সংখ্যা পাঁচে উন্নীত করেন।
এমপি/এসআইএইচ