এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম ম্যাচ কোরিয়ার বিপক্ষে
বাংলাদেশ জাতীয় হকি দলের সামনে ব্যস্ত সূচি। কাছাকাছি সময়ের ব্যবধানে খেলবে দুইটি আসরে। একটি এশিয়ান গেমস বাছাই হকি, অপরটি এশিয়া কাপ।
এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে ব্যাংককে ৬ মে থেকে ১৩ মে পর্যন্ত। হিরো এশিয়া কাপ হকির আসর বসবে জার্কাতায়। শুরু হবে ২৩ মে। শেষ হবে ১ জুন।
কয়েকদিন আগে এশিয়ান গেমস বাছাই হকির সূচি প্রকাশ করা হয়েছে। এবার এশিয়ান হকি ফেডারেশন এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। যেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৩ মে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। পরের দিন ওমানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ২৬ মে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া।
এশিয়া কাপের জন্য বাংলাদেশের ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলকে নেতৃত্বে দেবেন খোরশেদুর রহমান। আগে ১৮ জনের দলে পুস্কর ক্ষিসা মিমোকে রাখা হয়নি। তিনি ছিলেন স্ট্যান্ডবাই। এবার তাকে ১৮ জনের দলে রাখা হয়েছে। এই দুই আসরকে সামনে রেখে বাংলাদেশ দল বিকেএসপিতে কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তির অধীনে অনুশীলন করেছে। এশিয়ান গেমস খেলতে বাংলাদেশ দল ৪ মে যাবে ব্যাংককে।
বাংলাদেশ দল
বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হোসেন রকি ও পুস্কর ক্ষিসা মিমো।
এমপি/আরএ/