আবাহনী জয় পেলেও হেরেছে মোহামেডান
প্রিমিয়ার ক্রিকেট লিগে শনিবারের (২ এপ্রিল) খেলায় দর্শক নন্দিত দুই দল আবাহনী জয় পেলেও হেরে গেছে মোহামেডান। আবাহনী ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। অন্যদিকে, মোহামেডান ১২৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে।
বিকেএসপির ৪ নম্বার মাঠে টস হেরে ব্যাট করতে নেমে তানজিম হাসান সাকিবের মারাত্বক বোলিংয়ে ব্রাদার্স খুব একটা সুবিধা করতে পারেনি। ৪৮.৩ ওভারে ২১৯ রানে অলআউট হয়ে যায়। মিনহাজুল আবেদীন সর্বোচ্চ ৫১ রান করেন।
এ ছাড়া চাতুরাঙ্গা ডি সিলভা ৩৩, সামসুল ইসলাম ২৫, আবু হায়দার ২৪, সিদ্দিকুর রহমান ২২ রান করেন। তানজিম ৫৫ রানে নেন ৫ উইকেট। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভীর ইসলাম।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবাহনী হনুমান ভিহারীর সেঞ্চুরিতে ৩৮.৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে ২২১ রান করে ম্যাচ নিজেদের করে নেয়। হনুমান ভিহারী ১১৫ বলে ১ ছক্কা ও ১১ চারে ১১২ রান করে অপরাজিত থাকেন। কাপ্তান মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৫৯ রান। ২৪ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন ধ্রুব।২ উইকেট নেন আবু হায়দার।
বিকেএসপির ৩ নম্বার মাঠে টস জিতে মোহামেডানের দলপতি শুভাগত হোম বোলিং বেছে নিয়েছিলেন প্রাইম ব্যাংককে অল্পরানে আটকে রাখার জন্য। কিন্তু চলতি মৌসুমে দারুন ফর্মে থাকা এনামুল হকের ৯৪, সঙ্গে মোহাম্মদ মিঠুনের ৬০, নাসির হোসেনের ৩৮, শাহদাত হোসেনের ৩৫, শাসমুর রহমানের ২৭ ও মেহেদি হাসানের ২৫ রানে ৪৯.৩ ওভারে ৩১২ রানে অলআউট হয়।
এনামুল হক বিজয় ৯৪ রানের সময় ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করতে গিয়ে শুভাগত হোমের বলে রনি তালুকদারের হাতে ধার পড়েন। সৌম্য সরকার ৫৪ রানে ৪ উইকেট। ২টি করে উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ ও মুশফিক হোসেন। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংকের বোলারদের তোপে পড়ে মোহামেডান ৩৮.৩ ওভারে মাত্র ১৮৫ রানে অল্আউট হয়ে যায়। সর্বোচ্চ ৫৩ রান করেন আরিফুল হক।
এ ছাড়া মাহমুদউল্লাহ ৩৪, জাহিদুজ্জামান ২৪ রান করেন। রকিবুল হাসান ২৪ রানে নেন ৪ উইকেটে। ২টি করে উইকেট নেন রবিউল হক ও মেহেদি হাসান।
এমপি/এমএমএ/