নিজেদের গ্রুপটাকে কঠিন হিসেবে দেখছেন স্কালোনি
আগামী ২১ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের। তার আগেই কাতারের দোহাতে অনুষ্ঠিত হয়ে গেল ড্র। সেই ড্র’তে জানা গেছে ৩২টি দল কে কোন গ্রুপে খেলবে। তবে আর্জেন্টিনার গ্রুপে কঠিন সব দল রয়েছে বলে মনে করছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
গ্রুপ-সি’তে পড়েছে আর্জেন্টিনা। এ গ্রুপে তারা ছাড়াও রয়েছে মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।
এ প্রসঙ্গে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় স্কালোনি বলেন, ‘যেকোনো দলকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এখন যে গ্রুপে পড়েছি তার জন্য আমরা প্রস্তুত। এই গ্রুপে কঠিন সব দল রয়েছে।’
গ্রুপের অন্য দলগুলোর সম্পর্কে আর্জেন্টাইন কোচ বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো কতটা কঠিন তা আমরা জানি। পোল্যান্ড সুইডেনকে (প্লে-অফের ফাইনালে ২-০ গোলে) ভালোভাবেই হারিয়েছে এবং সৌদি আরব খুব ভালো সুশৃঙ্খল একটি দল।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে সম্মান করি। আমাদের বিশ্বাস আছে, আমরা ভালো করতে পারি। গ্রুপ পর্ব ভালো করতে পারি কিন্তু (প্রতিপক্ষ দলগুলোকে) সম্মান সর্বোচ্চ দিতে হবে।’
এসআইএইচ