কাতার বিশ্বকাপের ড্র, ব্রাজিল-আর্জেন্টিনা সহজ গ্রুপে!
কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব এখনো শেষ হয়নি। ৩২ দলের আসরে এখনো ৩ দল বাকি আছে জায়গা করে নিতে। কিন্তু এরই মধ্যে স্বাগতিক কাতারের দোহাতে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ড্র। যেখানে সবচেয়ে কঠিন বা ডেথ গ্রুপ হয়েছে স্পেন, জার্মানি, জাপানের সঙ্গে কোস্টারিকা ও নিউজিল্যান্ডের যে কোন দলকে নিয়ে ‘ই’ গ্রুপ। এরপর কঠিন গ্রুপ ‘এইচ’। এই গ্রুপে পড়েছে পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা। সবচেয়ে সহজ গ্রুপ ‘এ’। যেখানে খেলবে স্বাগতিক কাতারের সঙ্গে নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর।
কোটি কোটি দর্শকের প্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। আর্জেন্টিনা ‘সি’ ও ব্রাজিল ‘জি গ্রুপে খেলবে। আর্জেন্টিনার সঙ্গি মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব এবং ব্রাজিলের সঙ্গি সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।
ড্র শুরু হওয়া আগে আট দলকে শীর্ষ বাছাই ধরে সরাসরি ৮ গ্রুপে ভাগ করা হয়। এই ৮ দল হলো ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও স্বাগতিক কাতার।
ড্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইদ্রিস আলবা ও রেশমিন চৌধুরী। ড্র অনুষ্ঠানের আগে কাতার বিশ্বকাপের অফিসিয়াল মাসকটও উন্মোচন করা হয়।
ভিডিও ছবি প্রদর্শনের মাধ্যমে স্মৃতিচারণ করা হয় ২০১৮ সালের পর মৃত্যবরণ করা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা, গর্ডন ব্যাঙ্কস, পাওলো রসি, গার্ড মুলারের। মঞ্চে আনা হয় বিশ্বকাপের ট্রফিও।
বিশ্বকাপের পর্দা উঠবে ২১ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে। পরের দিন মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ এশিয়ার সৌদি আরব। নেইমারের ব্রাজিল ২৪ নভেম্বর খেলবে সার্বিয়ার বিপক্ষে। এ ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স প্রথম মাঠে নামবে ২৩ নভেম্বর। প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। তাদের প্রতিপক্ষ পেতে এখনো দুইটি ম্যাচ খেলতে হবে। অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের জয়ী দলের সঙ্গে পেরু খেলবে। এখানে যে দল জয়ী হবে তারা হবে ফ্রান্সের প্রতিপক্ষ।
কে কোন গ্রুপে
গ্রুপ-এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।
গ্রুপ-বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।
গ্রুপ-সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।
গ্রুপ-ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া /সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ-ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।
গ্রুপ-এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।
গ্রুপ-জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।
গ্রুপ-এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।
এমপি/আরএ/