সাদমানকে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে আটকে রেখে চা বিরতির আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো সূচনা করতে পারেনি। ২৫ রানে হারিয়েছে ওপেনার সাদমান ইসলামকে। তিনি ৯ রানে করে হার্মারের বলে বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গেই আম্পায়ার চা বিরতি দেন। তখন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ১৬ রানে অপরাজিত। তখন ওভার ছিল ১০ দশমিক ৩টি।
দিনের প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ তাদের অল্পতেই গুটিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। তা পারেনি শেষ ৩ ব্যাটসম্যান হার্মার, উইলিয়ামস ও অলিভারের প্রতিরোধের কারণে। যোগ করেন ৬৯ রান। নবম উইকেট জুটিতে হার্মার ও উইলিয়ামস ৩৪ এবং দশম উইকেট জুটিতে হার্মার ও অলিভার ৩৫ রান।
৩৬৭ রান মোটামুটি ভালো সংগ্রহ। এ রকম সংগ্রহের যে রকম জবাব দেওয়ার প্রয়োজন ছিল বাংলাদেশের দুই ওপেনার সাদমান ও মাহমুদুল ভালোই শুরু করেছিলেন। প্রোটিয়া পেসারদের ভালোভাবে সামলে রান সংগ্রহ করে যেতে থাকেন তারা। ৮ ওভারে সংগ্রহ করেন ২২ রান। অবস্থা ভালো নয় দেখে নবম ওভারেই দলপতি এলগার হার্মারকে দিয়ে স্পিন আক্রমণ নিয়ে আসেন। এখানে তিনি সফলও হন। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই হার্মার ফিরিয়ে দেন সাদমানকে বোল্ড করে।
এমপি/আরএ/