ডারবান টেস্ট
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, খেলছেন না তামিম
২০২২ সাল। অসম্ভবকে সম্ভব করেই চলেছে বাংলার দামাল ছেলে মুমিনুল,তামিমরা। শুরুটা নিউ জিল্যান্ড থেকে। জিতেছিল মাউন্ট মাউঙ্গানুই টেস্ট। যা ছিল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নিউ জিল্যান্ডের মাটিতে প্রথম জয়। এরপর অসাধ্য সাধন করে দক্ষিণ আফ্রিকার মাটিতে।
প্রথমবারের মতো জয় পায় ওয়ানডে ম্যাচে। এরপর জিতে নেয় সিরিজও। এবার লক্ষ্য টেস্ট সিরিজ জেতা। দুর্গম রাস্তা। পাড়ি দেয়া কঠিন। যতোই কঠিন হোক, তবু দিতে হবে পাড়ি। উড়াতে হবে বিজয় নিশান। ডারবানে লড়াই নামছে বাংলাদেশ টস জিতে বোলিংয়ে বেছে নিয়েছেন মুমিনুল হক। ক্রাইস্টচার্চে সর্বশেষ খেলা টেস্টের সেরা একাদশে ২টি পরিবর্তন আছে বাংলাদেশ দলে। সেই টেস্ট খেলা মোহাম্মদ নাঈম শেখ ও নুরুল হাসান সোহান এবার দলেই নেই। দীর্ঘ ১১ মাস পর তামিম ইকবালের ফেরার কথা ছিল এই টেস্ট দিয়ে। কিন্তু শেষ মুহুর্তে পেটের পীড়ার কারণে তার আর খেলা হচ্ছে না এই টেস্ট। হোটেল থেকে তিনি মাঠেই আসেননি। ডাক্তারের চিকিৎসাধীন আছেন। ও ক্রাইস্টচার্চ টেস্ট মিস করা মাহমুদুল হাসান জয় সেরা একাদশে ফিরেছেন। সেরা একাদশে ফিরেছেন মুশফিকুর রহিমও। ইনজুরির কারণে বাদ পড়েছেন শরিফুল ইসলাম। তার পরিবর্তে খেলার সুযোগ পেয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১২ টেস্ট খেলেছে। বৃষ্টির আর্শিবাদে ২০১৫ সালে ঘরের মাঠে দুইটি টেস্ট ড্র করা ছাড়া বাকি সবগুলোতে লজ্জাজনক হার। যার ৮টি আবার ইনিংস ব্যবধানে। এখানে এবার দাড়ি বসাতে চায় বাংলাদেশ দল।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।
এমপি/কেএফ/