মেয়েদের ফুটবলে রিয়ালের বিপক্ষে বার্সার বড় জয়
বড় ব্যবধানে রিয়াল নারী দলকে হারাল বার্সেলোনা নারী দল। বুধবার রাতে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে ৫-২ গোলের বড় ব্যবধানে জিতে তারা। এর আগে প্রথম লেগে জিতেছিল ৩-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলের ব্যবধানে নারী চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুর ৮ মিনিটে দলকে বার্সেলোনার মারিয়া পিলার লিওন। তবে রিয়াল মাদ্রিদও সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ১-১ সমতায় দলকে ফেরান ওলগা কারমোনা।
এরপর আর গোল না হলেও দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে উল্টো লিড নেয় রিয়াল। ৪৮ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন ক্লাউদিয়া জরনোজা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। কারণ ৫২ থেকে ৬২ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল জড়িয়ে বড় ব্যবধানে জয় অনেকটাই নিশ্চিত করেন বার্সার নারীরা।
এরপর ম্যাচের ৭০ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্যারোলিন গ্রাহাম হানসেন। এর ফলে নির্ধারিত সময়ের খেলা শেষে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এসআইএইচ