কাতার বিশ্বকাপের বল উন্মোচন করল ফিফা
উন্মোচন করা হলো কাতার ফুটবল বিশ্বকাপ বলের। বুধবার (৩০ মার্চ) লিওনেল মেসি ও সন হিউং মিনের উপস্থিতিতে
বলটি উন্মোচন করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
জানা গেছে, বলটি তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এডিডাস। এ নিয়ে ১৪তম বারের মতো বিশ্বকাপের বল তৈরি করল তারা।
এডিডাসের তৈরি করা ফুটবলটির নাম দেওয়া হয়েছে ‘আল রিহলা।’ বলটির অন্যতম বৈশিষ্ট্য হলো সিআরটি কোর (CRT-CORE) এবং স্পিডশেল। সিআরটি কোরের কারণে বলটি অনেক গতিময় ও নিখুঁত হবে। কোথাও ধাক্কা খেয়ে বলটি ফেরত আসার ক্ষেত্রেও হিসাবটা নিখুঁত থাকবে। এর পাশাপাশি স্পিডশেলের কারণে বলের আকৃতি ও বাতাসে বলের গতিপথ ঠিক থাকবে।
এ ব্যাপারে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের ইতিহাসে আগের আসরগুলোতে এতো দ্রুতগতির বল দিয়ে খেলা হয়নি কখনও। শুধু গতিই নয়, ম্যাচের মান বাড়ানোর ক্ষেত্রেও বলের অবদান থাকবে বলে আশা করছেন তারা।
এসআইএইচ