ওয়ানডে র্যাঙ্কিংয়ে তাসকিনের ১৫ ধাপ উন্নতি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সিরিজ সেরা পুরস্কার জেতা তাসকিন আহমেদ ওয়ানডে সিরিজে উচ্চলাফ দিয়েছেন। র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে ১৫ ধাপ। ৪৮তম স্থান থেকে তিনি উঠে এসেছেন ৩৩তম স্থানে। একই স্থানে আছেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা।
একই সিরিজে ভালো নৈপুন্য দেখিয়ে বোলিংয়ে সেরা দশে ডুকে পড়েছেন সাকিব আল হাসানও। তার অবস্থান এখন ৮ নম্বারে। ব্যাটিংয়ে উন্নতি ঘটেছে তামিম ইকবালের। ৪ ধাপ উন্নতি হয়ে তিনি অবস্থান করছেন ২০তম স্থানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাসকিন সিরিজ নির্ধারনি অলিখিত ফাইনালে বল হাতে ৫ উইকেট নিয়ে একাই স্বাগতিকদের ধসিয়ে দেন। এই সিরিজে তার দ্যুতি ছড়ানো নৈপুণ্যের কারণে র্যাঙ্কিংয়ে ২ বার উন্নতি ঘটে। প্রথম ২ ম্যাচে তার নৈপুণ্যের আলোকে র্যাঙ্কিংয়ে ৬০তম স্থান থেকে উঠে এসেছিলেন ৪৮তম স্থানে। শেষ ম্যাচে সাকিব ২ উইকেট নিয়ে বারোতম স্থান থেকে উঠে এসেছেন অষ্টম স্থানে। সাকিবের উপরে আছেন সপ্তম স্থানে স্পিনার মেহেদি হাসান মিরাজ।
ব্যাট হাতে তামিম ইকবালের অপরাজিত ৮৭ রান বাংলাদেশকে ৯ উইকেট ম্যাচ জিততে বিশেষভাবে সহয়াতা করেছিল। এই ইনিংসের কারণে তার উন্নতি ঘটেছে ৪ ধাপ। তিনি অবস্থান করছেন ২০তম স্থানে। সেই ম্যাচে তামিম ইকবালের সঙ্গে লিটন দাস উদ্বোধনী জুটিতেই জয় এনে দিচ্ছিলেন প্রায়।
কিন্তু ১২৭ রানে জুটি ভেঙ্গে গিয়েছিল লিটন দাস স ৪৮ রানে অলআউট হলে। এই ৪৮ রানের ইনিংস খেলে লিটন দাসের উন্নতি ঘটেছে এক ধাপ। তিনি অবস্থান করছেন ৩০তম স্থানে। ব্যাটিং বাংলাদেশের সেরা অবস্থান মুশফিকুর রহিমের ১৭তম।
অলরাউন্ডারদের তালিকায় সাকিব নিজেদের ১ নম্বার স্থান ধরে রেখেছেন।
এমপি/এমএমএ/