হারলেই বিশ্বকাপ শেষ রোনালদোদের
বিশ্বকাপের মঞ্চে পা রাখার বাঁচামরার লড়াইয়ে আজ মঙ্গলবার (২৯ মার্চ) রাতে নর্থ মেসিডোনিয়ার কাছে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। হেরে গেলেই বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে পর্তুগালের। তাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপটাও খেলা হবে না।
তবে, অতি আত্মবিশ্বাসী রোনালদো হারার কথা ভাবছেন না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না।
এবারের বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্স করেছে পর্তুগাল। গ্রুপ পর্বে তারা দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করে। ফলে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ খেলতে হচ্ছে তাদের।
বৃহস্পতিবার প্লে-অফের সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ফার্নান্দো সান্তোসের পর্তুগাল। অবশ্য নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে তারাই পরিষ্কার ফেবারিট। তবে নর্থ মেসিডোনিয়া চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েই প্লে-অফ ফাইনালে এসেছে।
ম্যাচের আগে রোনালদো জানালেন, ইতালির ওই হারে তারা অবাক হয়েছেন বটে, তবে তার দলও এমন আপসেটের মুখে পড়বে তা মানতে নারাজ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
তিনি বলেন, ‘ইতালির হারে আমরা অবাক হয়েছি। নর্থ মেসিডোনিয়া অনেক ম্যাচেই বিস্মিত করেছে। তবে আমার মনে হয় না, কাল (মঙ্গলবার) তারা আমাদের বিস্মিত করতে পারবে। পর্তুগাল অবশ্যই ভালো খেলবে এবং বিশ্বকাপের মূল পর্বে যাবে।’
ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড যোগ করেন, ‘আমরা জানি যদি আমরা জিতি তবে বিশ্বকাপে যাব, আর হারলে বাদ পড়ব। তাই ম্যাচ জিততে আমাদের মধ্যে ইতিবাচক দায়িত্ববোধ থাকবে। আমি দেখছি দলের সবাই প্রস্তুতই আছেন এবং নিজেদের সেরাটাই দেবেন।’
আরএ/