জোড়া সেঞ্চুরিতে জিতল মাশরাফির রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুই রূপগঞ্জের লড়াইয়ে জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল। সোমবার ইউল্যাব মাঠে মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রান মিছিলে লড়াইটা বেশ জমেছিল বটে।
তবে চিরাগ জানি ও নাঈম ইসলামের জোড়া সেঞ্চুরিতে ম্যাচটা জিতে গেছে মাশরাফির দল। সোমবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে মাশরাফির দল রূপগঞ্জ ২৯ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে।
ইউল্যাব মাঠে রূপগঞ্জ টাইগার্স আগে ব্যাট করে ৫০ ওভারে ২৯৪ রানে অলআউট হয়। জাকির হাসান ৯১, বাবা অপরাজিত ৭২, মিজানুর ৩৩, আরিফুল ২৬, ফরহাদ রেজা ২৫ রান করেন। লিজেন্ডস অব রূপগঞ্জের মাশরাফি, শফিউল, নাবিল সামাদ, চিরাগ জানি ২টি করে উইকেট নেন।
জবাবে ৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে মাশরাফি বাহিনী। তৃতীয় উইকেটে চিরাগ জানি ও নাঈম ইসলামের ২৩৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। তাদের সেঞ্চুরিতে ৪৩ ওভারে ৩ উইকেটে ২৫৭ রান তোলে লেজেন্ডস অব রূপগঞ্জ।
তারপরই বৃষ্টিতে থেমে যায় ম্যাচ। পরে ডিএল মেথডে ৪৩ ওভারে লিজেন্ডস অব রূপগঞ্জের টার্গেট দাঁড়ায় ২২৯ রান। ২৯ রানে এগিয়ে থাকায় জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফির দল। ভারতীয় ব্যাটসম্যান চিরাগ জানি লিস্ট-এ ক্রিকেটে ক্যারিয়ারের দ্বিতীয়, নাঈম ১৩তম সেঞ্চুরি করেন। চিরাগ জানি ১০৯ বলে ১২২ রান (৮ চার, ৬ ছয়) করেন। নাঈম ১১৪ রান করে অপরাজিত ছিলেন। চিরাগ জানি ম্যাচ সেরা হন।
এমপি/জেডএকে