৩ ঘণ্টায় এ আর রহমান গাইবেন ৩৫ গান
ফাইল ফটো
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্টে অংশ নিতে রোববার (২৭ মার্চ) রাতে ঢাকায় আসেন ভারতীয় বিখ্যাত সংগীত শিল্পী এ আর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল কনসার্টে অংশ নেবেন অস্কার জয়ী এই ভারতীয় শিল্পী। মাঠে থেকে অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিসিবি সূত্রে জানা গেছে, এই বিশেষ কনসার্টের উপস্থাপনায় থাকবেন বাংলাদেশি উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন।
ইতোমধ্যে এ আর রহমানের ২৪০ জনের বহর ঢাকায় এসেছে। গতকাল চার্টার্ড ফ্লাইটে ১৪০ জন এসেছেন। যে ফ্লাইটের ব্যয় ১ লাখ ৬০ হাজার ডলার। কনসার্টে তিন ঘণ্টায় ৩৫টি গান পরিবেশন করবেন এ আর রহমান।
বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। মিরপুর স্টেডিয়ামে তিনি বলেন, ‘এ আর রহমান হলো মূল আকর্ষণ। শুধু এ আর রহমানের পার্টে সম্ভবত ৩ ঘণ্টার একটা অনুষ্ঠান হবে। উনি ৩৫টির মতো গান গাইবেন।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া আমাদের দেশি শিল্পী আছে, সংসদ সদস্য মমতাজ আপাসহ আরও দুই-তিনজন লোকাল শিল্পী পারফর্ম করবেন। জাতীয় সঙ্গীতও স্টেজে পারফর্ম করা হবে। পুরো অনুষ্ঠান আমরা দুই ভাগে ভাগ করেছি। বিকেলে ঘণ্টা দেড়েকের অনুষ্ঠান আর সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত এ আর রহমানের কনসার্ট।’
আগামীকাল বিকাল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রবেশ করবেন সাড়ে ৬টার দিকে। সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত ৩ ঘণ্টা পারফর্ম করবেন এ আর রহমান। এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে বিসিবির জন্য তার তৈরি করা দুটি গান গাইবেন তিনি। যার একটি বাংলায় অপরটি হিন্দিতে। জানা গেছে, বাংলা গানটির গীতিকার জুলফিকার রাসেল।
এমপি/আরএ/