চ্যাম্পিয়ন্স লিগের নতুন ড্রতে মুখোমুখি হওয়া হলো না মেসি-রোনালদোর
কখনও কখনও ভুল বা ত্রুটি আনন্দের সংবাদও বহন করে। এই যেমন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। যেখানে শেষ ষোলোতে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়েছিল সময়ের দুই সেরা ফুটবলার মেসি ও রোনালদোর।
পিএসজি-ম্যানচেষ্টার ইউনাইটেডে মুখোমুখি হওয়াতেই এই সুযোগ তৈরি হয়েছিল। এতে করে দুই তারকা ভক্তদের মাঝে অন্যরকম উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু ড্রয়ের অনুষ্ঠানে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়লে ফিফা কিছুক্ষন পরই সেই ড্র বাতিল করে দেয়।
আবার ড্র করার ঘোষণা দেয়। নতুন করে এই ঘোষণায় দুই খেলোয়াড়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বিলীন হয়ে যায়। পিএসজির মুখোমুখি হবে রোনালদোর পুরানো ক্লাব রিয়াল মাদ্রিদ। অপরদিকে ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
লা লিগায় এক সময় মেসি-রোনালদোর মুখোমুখি হওয়া ছিল নিয়মিত ঘটনা। লা লিগায় দুবার মুখোমুখি হতেন। এই সংখ্যা অন্য টুর্নামেন্ট মিলে চার বা ততোধিকও হয়ে যেত। বিচ্ছেদ আসে রোনলদো রিয়াল মাদ্রিদ ছেড়ে সিরি’আতে জুভেন্টাসে যোগ দিলে। এরপর দুই জনের মুখোমুখি হওয়া স্বপ্নের জগতে চলে যায়। সেই স্বপ্ন এবার মাটিতে নেমে এসেছিল নক আউট পর্বে। কিন্তু টেকনিক্যাল ত্রুটির কারণে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেছে।
আগের সূচিতে পিএসজি-ম্যানইউ ছিল শক্ত প্রতিপক্ষ। আর কোনো দল এ রকম শক্ত প্রতিপক্ষ পায়নি। নতুন ড্রতে মেসি-রোনালদোর বিচ্ছেদ আসলেও পিএসজির শক্তি প্রতিপক্ষ এড়াতে পারেনি। এবার তারা পেয়েছে লা লিগায় দুর্দান্ত ফর্মে থাকা রোনোলদোরই পুরানো ক্লাব রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার আশায় এমবাপে-নেইমারের সঙ্গে মেসিকে নিয়ে শক্তিশালী দল গড়া পিএসজির এখন প্রতিটি ধাপ পেরুতে হবে এ রকম শক্তি প্রতিপক্ষের বিপক্ষে মোকাবেলা করেই। শেষ ষোলো উতরাতে পারলে তারপর কোয়ার্টার ফাইনাল। এই পর্যায়ে এসে আর কোনো দল দূর্বল থাকে না।
পিএসজি যেমন পেয়েছে লা লিগার দল, ম্যানইউও তেমনি। তারা পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। তবে এই দল রিয়ালের মতো অতটা শক্তিশালী নয়। রবিবার মাদ্রিদ ডার্বিতে তারা রিয়ালের কাছে হেরেছিল ২-০ গোলে। নতুন সূচিতে এই দুই দলই পেয়েছে শক্ত প্রতিপক্ষ। অপর ছয় ম্যাচে মুখোমুখি হবে স্পোর্টিং লিসবন- ম্যানচেস্টার সিটি, লি-চেলসি, অ্যায়াক্স-বেনিফিকা, জুভেন্টাস-ভিয়ারিয়াল, ইন্টার মিলান-লিভারপুল ও বায়ার্ন মিউনিখ-সালসবার্গ ।
এমপি/এমএমএ/