শেখ জামাল-শাইনপুকুর-রূপগঞ্জ টাইগার্সের জয়
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। তারা ৭ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। এদিন সহজ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা ৮ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। লিগে এটা শেখ জামালের চতুর্থ জয়। ৪ ম্যাচের চারটিই জিতে শেখ জামাল রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবও। তারা ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।
শুক্রবার (২৫ মার্চ) বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাব আগে ব্যাট করতে নেমে জাকিরুল আহমেদের ১১৪ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৬১ রান সংগ্রহ করে। জাকিরুল ১১৯ বলে ১৫টি চার ও ১ ছক্কায় ১১৪ রান করেন। আশিকুল আলম নাঈম করেন ৪৯ রান। রূপগঞ্জ টাইগার্সের শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আরিফুল হক ২টি করে উইকেট নেন।
২৬২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেট জুটিতে জাকির হাসান ও বাবা অপরাজিতের ১৫২ রানের জুটি দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। দলীয় ২০৮ রানে বাবা অপরাজিত ৫ চার ও ১ ছক্কায় ৬৯ রান করে আউট হন। ২৪৭ রানে ফেরেন জাকির হাসান। যাওয়ার আগে ১৫ চার ও ৩ ছক্কায় ১২৪ রানের ইনিংস খেলেন। লিগে এটা রূপগঞ্জ টাইগার্সের দ্বিতীয় জয়। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে। সিটি ক্লাব ৪ ম্যাচের চারটিই হেরে আছে পয়েন্ট টেবিলের তলানিতে।
এদিকে ইউল্যাব মাঠে শেখ জামাল ৮ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ব্রাদার্স আগে ব্যাট করে ৪৪.১ ওভারে ১৫৮ রানে অলআউট হয়ে যায়। আশরাফুল করেন ৫৫ রান। পারভেজ রসুল ৩টি এবং সুমন খান ও সানজামুল ২টি করে উইকেট নেন।
১৫৮ রান তাড়া করতে নেমে ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শেখ জামাল। শেখ জামালের সৈকত আলী ও সাইফ হাসান ১১১ রানের উদ্বোধনী জুটিই দলকে সহজ জয় এনে দেয়। সাইফ হাসান ১৪টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৮১ রান করেন। ৩৮ রান করেন সৈকত। ইমরুল করেন অপরাজিত ২৪ রান। এই জয়ে ৪ ম্যাচের ৪টিই জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে শেখ জামাল। ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে ব্রাদার্স আছে নবম স্থানে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে। জবাবে ৪৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শাইনপুকুর। ব্যাট হাতে ৯ চার ও ২ ছক্কায় ৮৬ রান করে শাইনপুকুরকে জেতান অভিষেক মিত্র। ম্যাচসেরাও হন তিনি। অপরাজিত ৫৩ রান করেন মাইদুল ইসলাম অঙ্কন।
এমপি/আরএ/