গাজায় ইসরায়েলি হামলায় ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে: হোয়াইট হাউস

সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। গত কয়েকদিনে ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণে প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অনেক শিশুও রয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হলেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি তার 'পূর্ণ সমর্থন' বজায় রেখেছেন।
হোয়াইট হাউসের বরাতে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় ইসরায়েলি হামলার পুনরায় শুরুর বিষয়ে “পূর্ণ সমর্থন” জানিয়েছেন। একইসঙ্গে, তিনি ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার জন্য হামাসকে দায়ী করেছেন।
শুক্রবার (২১ মার্চ) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি সামরিক বাহিনী ও তাদের সাম্প্রতিক পদক্ষেপগুলিকে সম্পূর্ণ সমর্থন করেন।"
চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল একতরফাভাবে তা লঙ্ঘন করে এবং গত মঙ্গলবার থেকে হামলা অব্যাহত রাখে। এতে ৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১০৪২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২০০ শিশু রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি বোমাবর্ষণে আরও কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি পরিষেবার প্রধান ফারেস আওয়াদ জানায়, বেইত লাহিয়ায় গত রাতে ভয়াবহ হামলায় বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন। পরিস্থিতি ভয়াবহ বলে তিনি জানান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে স্পষ্টভাবে বলেছেন—যদি তারা জিম্মিদের মুক্তি না দেয়, তবে তাদের চড়া মূল্য দিতে হবে।” তিনি বলেন, এই পরিস্থিতির জন্য হামাস দায়ী এবং ট্রাম্প চান, ফিলিস্তিনিরা তাদের হাতে বন্দি সকল জিম্মিকে মুক্তি দিক।
