তাসকিনের আইপিএল অভিষেকের সম্ভাবনা, যোগাযোগে মিলেছে ইতিবাচক সাড়া!

ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার অভিষেক হতে পারে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের। ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। তবে এই সুযোগ বাস্তবায়নে রয়েছে কিছু শর্ত।
তাসকিন নিজেই নিশ্চিত করেছেন যে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে তার সঙ্গে আলোচনা করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি স্কোয়াডের কোনো বিদেশি পেসার ইনজুরিতে পড়ে বা মৌসুমের মাঝপথে আইপিএল ছেড়ে চলে যায়, তাহলে তাকে ডাকা হবে।
গত কয়েক মৌসুম ধরেই আইপিএলে তাসকিন আহমেদের খেলার গুঞ্জন শোনা যাচ্ছিল। আগের মৌসুমেও একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিসিবির অনুমতির অভাবে জনপ্রিয় এই লিগে খেলা সম্ভব হয়নি।

তবে এবার বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। তাসকিন বলেন, “লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে। তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে ডাকবে। ডাক পেলে এবার পুরো মৌসুমের জন্য আমি অ্যাভেইলেবল। বোর্ড নিশ্চয়তা দিয়েছে, আইপিএল থেকে ডাক পেলে খেলার সুযোগ দেওয়া হবে।”
যদিও তাসকিনকে এখনই আইপিএলে যোগ দিতে দেখা যাবে না। রিপ্লেসমেন্ট হিসেবে প্রয়োজন হলে তাকে ডাকা হবে। অর্থাৎ, স্কোয়াডের কোনো বিদেশি পেসার ইনজুরিতে পড়লে বা হঠাৎ লিগ ছেড়ে গেলে তখন তাসকিনকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।
আগামী শনিবার (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে আইপিএলের ২০২৫ মৌসুম। গ্রুপ পর্বের ম্যাচ চলবে ১৮ মে পর্যন্ত এবং ২৫ মে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৮তম আসরের ফাইনাল।
বাংলাদেশি পেসারদের মধ্যে আইপিএলে খেলার সুযোগ অনেক বড় অর্জন হিসেবে বিবেচিত হয়। এবার তাসকিন আহমেদের অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তার ভক্তদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয়, ভাগ্য তাসকিনের পাশে থাকে কি না।
