ক্রিস্টিয়ানো রোনালদোর ‘৪০০তম’ গোল
ছবি: সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স যেন শুধু একটি সংখ্যা মাত্র। ৩৮ বছর বয়সেও তরুণ ফুটবলারদের মতো ছন্দ দেখাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। এবার ৩০ বছর বয়স পেরোনোর পর ৪০০তম গোলের দেখা পেলেন সিআর সেভেন। শনিবার রাতে সৌদি প্রো লীগের ম্যাচেও লক্ষ্যভেদ করেন তিনি।
ক্রিস্টিয়ানোর নৈপুণ্য ছড়ানো পারফরম্যান্সে আল আওয়াল পার্ক স্টেডিয়ামে আল খালিজকে ২-০ গোলে হারায় আল নাসর এফসি। দলের জয়ে গোল করে একটি মাইলফলক স্পর্শ করেন রোনালদো। ঘরের মাঠে ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় আল নাসর। গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর ৫৮তম মিনিটে ২-০ গোলের জয়নিশ্চিত করেন আল নাসরের স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তে।
লিড এনে দেয়া গোলটি রোনালদোর ৩০ বছরের পর করা ৪০০তম গোল। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৫৯টি গোল করেছেন ক্রিস্টিয়ানো। অর্থাৎ, বয়স ৩০ পূর্ণ হওয়ার আগে ৪৫৯টি গোল করেন সিআরসেভেন। সৌদি প্রো লীগের ২০২৩-২৪ মৌসুমে ১২তম গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
যা প্রতিযোগিতাটিতে চলতি মৌসুমে সর্বোচ্চ। ৯ গোল নিয়ে দুইয়ে রয়েছেন আল হিলালের সার্বিয়ান স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচ। তিনে রয়েছেন রোনালদোর ক্লাব সতীর্থ তালিসকা। আল নাসরের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গোল সংখ্যা ৮টি।
ম্যাচ শেষে খেলার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্রিস্টিয়ানো রোনালদো লিখেন, ‘দুর্দান্ত জয়! আমরা দাপট ধরে রেখেছি।’
১২ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগ টেবিলের দুইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর এফসি। ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে নেইমারের আল হিলাল এফসি। তিনে থাকা আল তা’উনের পয়েন্ট ২৪।