সুয়ারেজ না সন, বেলের সঙ্গী হবেন কে?
নকআউটে পৌঁছে গেছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। নেইমার ও কিলিয়ান, এমবাপে ও রবার্ট লেভানদোভস্কির দলও সমপর্যায়ে। যে মঞ্চে স্বস্তিতে তারকারা, সেখানে অনিশ্চিয়তার ছায়ায় আচ্ছন্ন লুইস সুয়ারেজ ও সন হিয়াং-মিন। কে হবেন গ্যারেথ বেলের সঙ্গী?
ফুটবলে এক নামেই পরিচিত- এমন খেলোয়াড়দের একজন বেল। বিশ্বকাপে তিনি তার নামের প্রতি সম্মান রেখেছেন, কিন্তু তাকে সাহায্য করতে পারেনি সতীর্থরা। ফলস্বরূপ বেলের ওয়েলস এখন টুর্নামেন্টের বাইরে। ‘এইচ’ গ্রুপের টেবিলে চোখ রেখে এটা নিশ্চিত করেই বলা যায়, আগামীকাল বেলের সঙ্গী হতে চলেছেন সুয়ারেজ কিংবা সন।
‘এইচ’ গ্রুপ থেকে সবার আগে নকআউট নিশ্চিত করেছে পর্তুগাল। টানা দুই জয়ে তাদের ঝুলিতে জমা পড়েছে পূর্ণ ৬ পয়েন্ট। কাল এডুকেশন সিটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। পয়েন্ট টেবিলে সনের দল রয়েছে তৃতীয় স্থানে। প্রথম দুই ম্যাচে তাদের সম্বল কেবল একটি ড্র। কোরিয়ানদের উপরে রয়েছে ঘানা।
একটি করে জয়-পরাজয়ে আফ্রিকান দলটির অর্জিত পয়েন্ট ৩। তাদের বিপক্ষেই গ্রুপপর্বের শেষ দিনে লড়বে উরুগুয়ে। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। টেবিলের তলানিতে থাকা সুয়ারেজদের সবকিছুই কোরিয়ার সমান। পিছিয়ে আছে গোল ব্যবধানে। অর্থাৎ কাল যদি সমান ব্যবধানে ভিন্ন দুই ম্যাচে জয় পায় তলানির দুই দল, তবে নকআউটে খেলার টিকেট পাবে সন ও তার সতীর্থরা। এর মানে বিশ্বকাপে টিকে থাকতে হলে সুয়ারেজ আর এডিনসন কাভানিদের জিততে হবে কোরিয়ার চেয়ে বড় ব্যবধানে।
ঘানা বিপক্ষে যদি শেষ এই সুযোগটা কাজে লাগাতে পারে লাতিন অঞ্চলের দলটি, নকআউটে পর্তুগালের সঙ্গী হবে উরুগুয়ে। যদি শেষ সুযোগ দুই দলের কেউই কাজে লাগাতে না পারে (পয়েন্ট হারায়), তাহলে শেষ হাসিটা হাসবে ঘানা। এমন সব সমীকরণের সামনে দাঁড়িয়ে তিন দলই দেখছে নকআউট খেলার স্বপ্ন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ঘানা কোচ অটো অ্যাডো বলেন, ‘আমাদের দলে অনেক নতুন খেলোয়াড় আছে, যাদের একীভূত করতে হয়েছিল এবং সবাই একত্রে ভালো কাজ করেছে। কিন্তু আমরা এখনো কোথাও পৌঁছাতে পারিনি। তাই স্বপ্ন পূরণের জন্য আমাদের এখনো কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের পরবর্তী রাউন্ডে যেতে হবে।’
একইমঞ্চে কোরিয়া কোচ পাওলো বেন্তো বলেছেন, ‘পর্তুগাল ম্যাচে আমাদের ভাগ্যের ছোঁয়া দরকার। আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এটাই শেষ অবলম্বন। এমন পরিস্থিতিতে আমরা যা তৈরি করতে পারি তা অলৌকিক কিছু ঘটানো।’
উরুগুয়ে কোচ ডিয়েগো আলোনসোর ভাষ্য ছিল এমন, ‘এককভাবে নয়, সম্মিলিতভাবে আমরা ভালো অনুভব করছি। দলটি শক্তিশালী এবং ভালো আছে। আমরা আমাদের লক্ষ্য পূরণের চেষ্টা করব।’
এসএন