মায়ের আশীর্বাদ, মেসি এবার বিশ্বসেরা হবে
বার্সার হয়ে অনেক কিছুই জিতেছেন। আর্জেন্টিনার হয়ে সবেধন নীলমণি একটি কোপা আমেরিকার শিরোপা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে লিওনেল মেসির অর্জন শূন্য। একবার ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে হয় স্বপ্নভঙ্গ।
তবে এবার বিশ্বকাপে মেসি হবে বিশ্বসেরা। ঈশ্বর করবেন ন্যায়বিচার। মেসিকে নিয়ে এমন কথাই বলেছেন সেলিয়া মারিয়া কুকসিতিনি। যিনি মেসির মা। পোল্যান্ডের ম্যাচের আগে মেসিকে নিয়ে আপ্লুত কণ্ঠে কথা বলেন তিনি।
এত সাফল্যের পরও মেসি সমালোচিত হন বিশ্বকাপ ট্রফি জিততে না পারায়। ছেলের কষ্ট মাকেও পোড়ায় রীতিমতো। মেসির মা বলেন, ‘ও যে কত কষ্ট করেছে, তা আমি বলে বোঝাতে পারব না। ম্যাচের পর ম্যাচ জিততে অনেক পরিশ্রম করেছে সে। চেষ্টা করেছে নিজেকে নিংড়ে দিতে। ওসব বলতে গেলে আমাকে সাহিত্যিক হতে হবে।’
তার বিশ্বাস এবার মেসির প্রতি ন্যায়বিচার করবেন ঈশ্বর। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারেন না। বিশ্বাস করি, এবার অন্তত লিও সেরা হবে। বিশ্বাস করি, এবার অন্তত লিওকে ন্যায়বিচার দেবেন ঈশ্বর।’
মেক্সিকোর বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে মেসির গোল। তারপর ফার্নান্দেজের গোল। এ প্রসঙ্গে মেসির মা বলেন, ‘অমন কঠিন প্রথমার্ধের পর ছেলেরা যা খেলল, ওটাই মোমেন্টাম দিয়ে দেবে। আমরা গ্রুপ শীর্ষে থেকে নকআউটে যাব। শেষটাও করব এভাবেই।’
মায়ের কথা সত্যি হয়েছে। পোল্যান্ডকে হারিয়েই মেসির আর্জেন্টিনা পৌঁছে গেছে নকআউট পর্বে। আর মাত্র চারটি ম্যাচ। টপকাতে পারলেই নিজের ছেলের হাতে সোনালি ট্রফিটা দেখতে পাবেন সেলিয়া মারিয়া।
এসজি