আর ভুল করতে চায় না আর্জেন্টিনা
এক যুদ্ধ শেষ। এবার আরেক যুদ্ধে নামার অপেক্ষা। এ যাত্রায় দ্বিতীয় সুযোগ আসবে না কোনোভাবেই। গ্রুপপর্ব শেষে লড়াইটা এখন নকআউটে। অর্থাৎ হারলেই বাদ। তাই আর ভুল করতে চায় না আর্জেন্টিনা।
ভুল দিয়েই বিশ্বকাপ দিয়ে শুরু করেছে লা আলবিসেলেস্তেরা। তাদের পা ফসকায় সৌদি আরব ম্যাচে। অপ্রত্যাশিত হার স্তব্ধ করে দিয়েছিল আর্জেন্টিনা শিবির। যেখানে খুশি ফিরেছে গ্রুপপর্বের শেষ ম্যাচে। বুধবার (৩০ নভেম্বর) রাতে পোল্যান্ড ম্যাচেও আবার দাগ কেটে গেছে লিওনেল মেসির পেনাল্টি মিস।
যাই হোক সব ভুল ছাপিয়ে এখন শেষ ষোলোতে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়াকে। শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় বিন আলি স্টেডিয়ামে দেখা হবে দুই দলের। অর্থাৎ দুই যুদ্ধের মাঝে মাত্র দুই দিনের যুদ্ধবিরতি পেয়েছেন মেসিরা।
অল্প সময়ের প্রস্তুতিতেই শিষ্যদের সেরা অবস্থানে রাখতে চান লিওনেল স্কালোনি। আর এজন্য সবার প্রথম অস্ট্রেলিয়াকে নিয়ে পড়াশোনা করবেন তিনি এবং তার সহকর্মীরা। স্কালোনি বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষকে বিশ্লেষণ করতে হবে, কীভাবে তাদের আঘাত করা যায় সে সম্পর্কেও আমাদের ভাবতে হবে।’
একই সঙ্গে শিষ্যদের আগেই সতর্ক করে রাখলেন আর্জেন্টাইন কোচ, ‘সব দল কঠিন, আমরা সৌদি আরবের বিপক্ষে তা দেখেছি। আপনি যদি মনে করেন অস্ট্রেলিয়া সহজ হবে, তবে আপনি ভুল করছেন। এই বিশ্বকাপে কঠিন দলের বিপক্ষে জয়লাভ করে তারা তাদের শক্তি দেখিয়েছে।’
সতর্ক থাকছেন মেসিও। পোল্যান্ড ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খুব কঠিন হতে চলেছে। আমাদের সব সময়ের মতোই সেরা উপায়ে খেলাটির জন্য প্রস্তুত হতে হবে। আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে হবে।’
খুদেরাজ যোগ করেন, ‘এখন আরেকটি বিশ্বকাপ শুরু হবে এবং আশা করছি আমরা আজ (বুধবার) রাতে যা করেছি তা বজায় রাখতে পারব।’
এসজি