মেসির ওপর চটেছেন মেসি!
একটি ভুল সারাজীবনের কান্না। তবে সৌভাগ্য লিওনেল মেসির, সৌভাগ্য আর্জেন্টিনার। পেনাল্টি মিসের ভুল কান্নার ঢেউ তুলতে পারেনি লা আলবিসেলেস্তে শিবিরে। ভুলের খেসারত দিতে না হলেও মেসির ওপর চটেছেন মেসি।
বুধবার রাতে পোল্যান্ড ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি আদায় করেন আর্জেন্টাইন খুদেরাজ। প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে সতীর্থের বাড়ানো বলে হেডের অপেক্ষায় ছিলেন তিনি। দলকে বিপদমুক্ত করতে গিয়ে মেসির মুখে হাত দিয়ে আঘাত করেন পোলিশ গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি।
টিভি মনিটরে ভিডিও রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি ফুঁকান রেফারি। কিন্তু বিধিবাম! ৩৯ মিনিটে সেই শট নিতে এসে গোল পাননি ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। যদিও তাতে তার ব্যর্থতার চেয়ে চোখে বেশি পড়েছিল স্ট্যাসনিও বীরত্ব, তবুও নিজের ভুলে বেজায় নারাজ মেসি, ‘পেনাল্টি মিস করায় আমি ক্ষুব্ধ।’
আর্জেন্টাইন প্রাণভোমরার সেই ভুল ইস্যুকে বানাতে দেননি দুই সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধে দুই তরুণের গোলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয়ের দেখা পায় ২-০ গোলে এবং নিশ্চিত করেছে নকআউটপর্ব।
মেসির মতে, এটা তার ভুলের ফসল, ‘আমার ভুলের পর দলটি আরও শক্তিশালী হয়ে উঠে। আমরা জানতাম যে একবার প্রথম গোল হয়ে গেলে, এটি খেলাকে বদলে দেবে এবং তারাও লড়াইয়ে ফিরবে। আগের ম্যাচটি আমাদের মানসিক প্রশান্তি দিয়েছে এবং আমরা জয়ের মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলাম।’
এমএমএ/