লুকাকু-রহস্য গোপন রাখল বেলজিয়াম
সোনালি প্রজন্মের বেলজিয়াম ধুঁকছে বিশ্বকাপেও। গ্রুপপর্বে বিদায় নেওয়ার শঙ্কায় তারা। শঙ্কার মেঘ দূর করতে আগীমাকাল ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দলটি। তার আগে লুকাকু-রহস্য গোপন রাখল বেলজিয়াম।
‘এফ’ গ্রুপে সমান ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুই স্থানে রয়েছে যথাক্রমে ক্রোয়েশিয়া এবং মরক্কো। ১ পয়েন্ট কম নিয়ে তিনে বেলজিয়াম। এই গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করতে কাল জিততে হবে তাদের। ড্র করলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে মরক্কোকে কমপক্ষে ৩ গোল ব্যবধানে হারতে হবে কানাডার বিপক্ষে।
টানা দুই হারে কানাডার বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। এমন দলের কাছে মরক্কো হারবে বড় ব্যবধানে তা এই মুহূর্তে অসম্ভবের বরাবর। এই দৃষ্টিকোণ থেকে ক্রোয়েশিয়া ম্যাচে জয়ের বিকল্প নেই বেলজিয়ামের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে রোমেলু লুকাকু খেলবেন কিনা সে প্রসঙ্গে নিশ্চিত কিছু বলতে পারেননি রবার্তো মার্টিনেজ।
প্রত্যাশার চেয়েও আগে মাঠে ফিরেছে লুকাকু। ধারণা করা হয়েছিল, গ্রুপপর্বে কেবল ক্রোয়েশিয়ার বিপক্ষে তার সার্ভিস পাবেন মার্টিনেজ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গত রবিবার মরক্কো ম্যাচে ৮১ মিনিটে লুকাকুকে মাঠে নামান বেলজিয়াম কোচ। বলা হচ্ছে, ওয়ার্মআপ শেষে ক্রোয়াটদের বিপক্ষে শুরু থেকেই থাকবেন লুকাকু।
এ প্রসঙ্গে জানতে চাইলে মার্টিনেজ বলেন, ‘লুকাকু আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে সুযোগের জায়গায়। সে যখন স্ট্রাইকার পজিশনে থাকে, আমরা দল হিসেবে খুব স্পষ্ট ফুটবলার খেলতে পারি। তা ছাড়া, সে আমাদের দলের একজন নেতাও। সে আগামীকাল ম্যাচ শুরু করবে কি না? সেটা এখনো অনিশ্চিত।’
বুধবার সংবাদ সম্মেলনে বেলজিয়াম কোচ আক্ষেপ করে বলেন, ‘এটা বেলজিয়াম ফুটবলের সোনালী প্রজন্ম। কোনো সন্দেহ নেই। তারা ২০১৮ সালে ব্রোঞ্জ পদক পেয়েছে। তারা তাদের জাতীয় দলকে চার বছর ধরে বিশ^ র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে রেখেছিল। অথচ এই প্রজন্ম একটি বড় টুর্নামেন্ট জিতছে না।’
কাল বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং বেলজিয়াম। হারলেই বিদায় নেমে সোনালি প্রজন্মের দলটি। তাতে আরও বাড়বে মার্টিনেজের আক্ষেপ।
এমএমএ/