মেক্সিকোর বিপক্ষে পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার
সময়ের সেরা খেলোয়াড় মেসি। সাফল্য গড়াগড়ি খায় তার আঙিনায়। কিন্তু এতসব সাফল্যের মাঝে নেই বিশ্বকাপের মুকুট। জাতীয় দলের হয়ে তিনি একটিই মুকুট জিতেছেন গত বছর কোপা আমেরিকা। কিন্তু এই কোপার শিরোপা দিয়ে তো আর বিশ্বকাপের শিরোপা খরা ঘুচানো যাবে না। সেজন্য চাই বিশ্বকাপেরই শিরোপা।
কিন্তু একে একে মেসি চার চারটি বিশ্বকাপ খেলেও সেখানে পূর্ণতা এনে দিতে পারেননি। এবার তার শেষ বিশ্বকাপ। শেষ সুযোগ। বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ভক্ত সমর্থকদের অন্তরের আওয়াজ একটি ‘মেসির হাতে চাই বিশ্বকাপ দেখতে।’ কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বিশাল এক হোঁচট খেতে হয়েছে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হার দিয়ে যাত্রা শুরু করতে হয়েছে মেসি বাহিনীকে।
এই একটি হারই মেসির শেষ ইচ্ছে পূরণে দলকে খাদের কিনারায় নিয়ে গেছে। ‘সি’ গ্রুপে তিন ম্যাচের শেষ দুটি আর্জেন্টিনাকে খেলতে হবে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে। যা হয়ে উঠেছে মেসি, আর্জেন্টিনা ও আর্জেন্টিনা ভক্তদের জন্য অস্তিত্বের লড়াই। জয় ভিন্ন আর কোনো উপায় নেই। ড্র করলেও যে বাদ পড়ে যাবে তা নয়, সেক্ষেত্রে আজ সৌদি আরব ও পোল্যান্ডের ম্যাচের ফলাফলও বেশ ভূমিকা রাখতে পারে। এই ম্যাচ সৌদি আরব জিতলে আর্জেন্টিনার জন্য অনেক ভালো হবে। তবে গ্রুপ পর্বের বৈতরণি পার হতে হলে আর্জেন্টিনাকে কোনো ‘যদি’ নির্ভর সমীকরণে যাওয়া চলবে না। সরাসরি জিততে হবে। আর সেটি করতে হবে আজ মেক্সিকোকে দিয়েই। যে স্টেডিয়ামে সৌদি আরবের কাছে হেরেছিল ২-১ গোলে, সেই লুসাইল স্টেডিয়ামেই দুই দল মুখোমুখি হবে রাত ১ টায়।
বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড খুবই ভালো। শতভাগ সাফল্য। তিন ম্যাচে খেলে প্রতিটিতেই পেয়েছে জয়। প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৩০ সালে। আর্জেন্টিনা জয়ী হয়েছিল ৬-৩ গোলে। স্ট্যাবিলে হ্যাটট্রিক করেন। ২ গোল করেন জুমেলজো। অপর গোলটি করেন ভারাল্লো। মেক্সিকোর হয়ে রোসাস ২টি ও গায়ন গোল করেছিলেন। দুই দল দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল ২০০৬ সালে শেষ ষোলোতে। এই ম্যাচ খেলেছিলেন মেসি। আর্জেন্টিনা জয় পেয়েছিল ২-১ গোলে। মারকুয়েজের গোলে আর্জেন্টিনা পিছিয়ে পড়ার পর ক্রেসপো ও রদ্রিগেজের গোলে জয় পেয়েছিল। পরের আসরে আবারও দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার আর্জেন্টিনা জয়ী হয়েছিল ৩-১ গোলে। তাবেজ ২টি ও হিগুয়েন গোল করার পর মেক্সিকোর হয়ে ১টি গোল পরিশোধ করেছিলেন হেমানডাজ।
আর্জেন্টিনা শুধু বিশ্বকাপের পরিসংখ্যানেই মেক্সিকোর বিপক্ষে এগিয়ে নয়, মোট দেখাতেও বেশ এগিয়ে। ৩৫ বারের মোকাবিলায় আর্জেন্টিনার জয় ১৬টি। মেক্সিকো জিতেছে ৫টিতে। ১৪ বার হয়েছে ড্র। আর্জেন্টিনার বিপক্ষে তাদের সর্বশেষ জয় ছিল ২০০৪ সালে কোপা আমেরিকায় ১-০ গোলে। গোল করেছিলেন মোরালস। এরপর একে একে হেরেছে ৮ ম্যাচে। ড্র করেছে দুটিতে। মেক্সিকোর বিপক্ষে শেষ ১০ ম্যাচে আর্জেন্টিনা হারেনি।
মেক্সিকো আবার বিশ্বকাপে নিজেদের শেষ তিন ম্যাচে কোনো গোলের দেখা পায়নি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে সুইডেন ও ব্রাজিলের বিপক্ষে হারের পর এবারের আসরে পোল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করে। মেক্সিকো বিশ্বকাপে সর্বশেষ ২১ ম্যাচ খেলে জয় পেয়েছে ১০টিতে। হারের সংখ্যা ৩ ম্যাচে। ড্র আছ ৮টিতে। আবার সর্বশেষ খেলা ৯ ম্যাচের ৫টিতে তারা কোনো গোল হজম করেনি।
এমপি/এসজি