মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ফুটবল থেকে সাময়িক অবসরে সাইফ স্পোর্টিং

প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হয়েছে মঙ্গলবার। বুধবারই সাইফ স্পোর্টিং ক্লাব মহাখালি তাদের মহাখালি করপোরেট অফিসে সংবাদ সম্মেলনে ডেকেছিল। কিন্তু মঙ্গলবার রাতেই আবার সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। কী কারণে সংবাদ সম্মেলন আর কেনই বা স্থগিত করা হলো তার কারণ অবশ্য ক্লাব থেকে জানানো হয়নি। কিন্তু বুধবার বেলা গড়ার সঙ্গে সঙ্গেই বাতাসে ভাসতে থাকে সাইফ স্পোর্টিং ক্লাব ফুটবলের যাবতীয় কার্যক্রম থেকে নিজেদের সাময়িকভাবে গুটিয়ে নিচ্ছে। এটা জানিয়ে তারা বাফুফেকে চিঠিও দিয়েছে সভাপতি বরাবরে। প্রিমিয়ার লিগ ছাড়াও দ্বিতীয় বিভাগ লিগেও সাইফ স্পোর্টিং ক্লাবের একটি দল খেলে থাকে।

সাইফ স্পোর্টিং ক্লাব সাইফ পাওয়ারটেকের ক্লাব। হঠাৎ করে তাদের এভাবে সরে যাওয়াটা ফুটবলের জন্য অশনি সংকেত। কারণ প্রিমিয়ার লিগে তারা বিগ বাজেটের দল গড়ে থাকে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়াসহ পাঁচ/ছয় জন ক্রিকেটার খেলে থাকেন ক্লাবটিতে। চলতি মৌসুমে তারা লিগে তৃতীয়ে হয়েছে। এভাবে সরে যাওয়া নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের কর্ণধার এবং ক্লাবটির পরিচালনাকারী আর্থিক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রহুল আমিন বলেন, ‘বিশ্বের বর্তমান পরিস্থিতির কারণে আমাদের পক্ষে ফুটবলের কার্যক্রম চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। আমরা সাময়িকভাবে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে সরে যাচ্ছি।’ তাদের এ সরে যাওয়া সাইফ পাওয়ারটেকের বোর্ড অব ডিরেক্টর্সের সভায় নেওয়া সিন্ধান্তের কথা জানিয়ে তরফদান রুহুল আমিন বলেন, ‘ আমাদের বোর্ড অব ডিরেক্টর্স জরুরি সভা করে আমরা এ সিন্ধান্ত নিয়েছি। ফুটবল চালাতে হলে অনেক সময় দিতে হয। যা আমরা সেভাবে দিতে পারছি না। তাই এভাবে সরে যাওয়া।

ঘরোয়া ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু ২০১৬ সালে। দেশের প্রথম কোনো করপোরেট হাইজের ক্লাবও ছিল তারা। তাদের সরে দাঁড়ানোতে ঘরোয়া ফুটবলে বিরাট এক শূন্যতা দেখা দিবে। ফুটবল থেকে সরে গেলেও দাবাসহ ক্রীড়ঙ্গণের অন্যান্য জায়গায় তারা থাকবে বলে জানান তরফদার রুহুল আমিন। তিনি চট্টগ্রাম আবাহনীর সঙ্গে নিজের যে সম্পৃক্ততা আছে তা থাকবে বলেও জানান।

সাইফ স্পোর্টিংয়ের সরে যাওয়া নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘সাইফ স্পোর্টিং ক্লাব থেকে চিঠি পেয়েছি। বাফুফে সভাপতি বরাবর একটা চিঠি তারা দিয়েছে। সেখানে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড বলেছে, ফুটবলীয় কার্যক্রমে সাময়িকভাবে অংশগ্রহণ করছে না। তাদের যুব দলটাও দ্বিতীয় বিভাগ লিগে খেলে থাকে। তারা আসলে ফুটবলের সব কার্যক্রম থেকেই বিরতি নিচ্ছে।’ সরে যাওয়ার কারণ হিসেবে তারা চিঠিতে উল্লেখ করেছে করোনা পরবর্তি বৈশ্বিক ব্যবসা-বানিজ্যের পরিস্থিতিকে। চিঠিতে বাফুফের ফুটবল কার্যক্রমেরও প্রশংসা করা হয়েছে বলে জানান আবু নাঈম সোহাগ।

সাইফ স্পোর্টিং না খেলাতে প্রিমিয়ার বিভাগ ফুটবল লিগে দলের সংখ্যাও কমে যাবে। নিয়ম অনুযায়ী দুইটি ক্লাব স্বাধীনতা সংঘ ও উত্তরা বারিধারা ক্লাবের অবনমন হয়েছে। উঠে আসবে আবার দুইটি। কিন্তু সাইফ স্পোর্টিং ক্লাবের শূন্যস্থান পূর্ণ হবে কী ভাবে? জানতে চাওয়া হলে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো মৌসুমেই আমাদের কোনো দলই কিন্তু নিশ্চিত নয়। প্রতি বছরই দলগুলোকে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন করতে হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ক্লাবগুলোকে লাইসেন্স প্রদান করা হয়। তার আলোকে ক্লাবগুলো লিগ খেলে থাকে।’ এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমাদের প্রফেশনাল লিগের আদল, কাঠামো এবং যে বৈশ্বিক নিয়ম কানুন, আমরা যেমন বাফুফে ক্লাব লাইন্সেসিংটা ফলো করি। ক্লাব লাইন্সেসিংটাই বলে দেবে ক্লাব কতটা সামনে এগুতে পারে। সেই আলোকে, পরিবর্তিত পরিস্থিতিতে এবং পরের মৌসুমকে সামনে রেখে আমাদের ক্লাব লাইসেন্সিং উইনডো ওপেন হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দলকে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটিই সিদ্ধান্ত নেবে আগামী মৌসুমে কারা কারা খেলছে।’

ক্লাব লাইসেন্সিংয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বাফু্ফের সাধারণ সম্পাদক বলেন, ‘এ বছর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে যারা উঠবে তারা স্পোর্টিং মেরিট অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য যোগ্য। তবে তারা যদি ক্লাব লাইসেন্সিং না করে এবং শর্তপূরণ না করে তাহলে চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হলেও প্রিমিয়ার লিগ খেলতে পারবে না। কারণ, চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া প্রিমিয়ার লিগে খেলার একটা শর্ত। তাই বলবো ক্লাব লাইসেন্সিং শেষ হওয়ার পর আমরা বুঝতে পারবো কারা থাকছে প্রিমিয়ার লিগে।’

এমপি/

Header Ad

গুলিবিদ্ধ হওয়ার ২২ দিন পর নওগাঁ যুবদল নেতার মৃত্যু

গুলিবিদ্ধ হওয়ার ২২ দিন পর নওগাঁ যুবদল নেতার মৃত্যু। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত হওয়ার ২২ দিন পর মারা গেছেন সাবেক যুবদল নেতা আব্দুল মজিদ (৪৮)। গতকাল সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নওগাঁ শহরের সাহাপুর এলাকায় নিজ বাসভবন থেকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গত ২ নভেম্বর রাত ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মজিদকে গুলি করে। এ সময় মজিদের দুই ভাই কাবিল হোসেন ও শফিকুল ইসলাম এবং স্থানীয় সুবিদ আলী হামলাকারীদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাঁদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনার পর থেকে গুলিবিদ্ধ আব্দুল মজিদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও মামলার এজহার সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় মোহাম্মদ আলী নামে আওয়ামী লীগের এক নেতার দখলে থাকা জমি উদ্ধারকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মজিদের সঙ্গে বিরোধে সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গত ২ নভেম্বর রাতে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আব্দুল মজিদের ওপর হামলার ঘটনা ঘটে।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হয়ে আহত আব্দুল মজিদকে বাড়িতে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিৎকিসা দেওয়ার লক্ষ্যে স্বজনেরা গতকাল সোমবার সকালে তাঁকে নওগাঁয় নিজের বাসায় নিয়ে আসেন। বাড়িতে আসার পর গতকাল রাতেই তাঁর শারিরীক অসুস্থতা বেড়ে যায়। সংকটাপন্ন অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে মজিদের মৃত্যু হয়। আহত হওয়ার ২২ দিন পর যুবদল নেতা মজিদের মৃত্যু হলো। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজা শেষে সাহাপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মঙ্গলবার বেলা ১২ টায় নওগাঁ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত আব্দুল মজিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলার এজহারভুক্ত আসামি আরিফ দেওয়ানসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি মোহাম্মদ আলীসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Header Ad

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি।

জানা যায়, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার (২৫ নভেম্বর) বিকেল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মূলত চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন তার অনুসারীরা। বিক্ষোভ ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সতর্কতামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে।

Header Ad

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারে উদ্বেগ জানিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সব সংখ্যালঘুদের নিরপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আজ মঙ্গলবার ভারতের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে আরো বলা হয়, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এমন ঘটনা ঘটল। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি চুরি, প্রতিমা ও মন্দিরের পবিত্রতা নষ্টের একাধিক ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, যারা এই ধরনে ঘটনা ঘটাচ্ছে অপরাধীরা বড় আকারে রয়েই গেছে, এটা দুর্ভাগ্যজনক। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত। আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছি।

আমরা শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারসহ বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু এবং সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাই।

Header Ad

সর্বশেষ সংবাদ

গুলিবিদ্ধ হওয়ার ২২ দিন পর নওগাঁ যুবদল নেতার মৃত্যু
ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি
সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার: আসিফ মাহমুদ
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির
বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন
শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ
এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে : উপদেষ্টা নাহিদ
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত ছয়
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
সিএমপি হেফাজতে ইসকনের চিন্ময় কৃষ্ণ, তোলা হবে আদালতে
মুরগির বাচ্চায় সিন্ডিকেট, দৈনিক হাতিয়ে নিচ্ছে ৯ কোটি টাকা
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদির
লঘুচাপটি নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি
ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির
বিশ্ববাজারে ৩ শতাংশেরও বেশি কমলো স্বর্ণের দাম
সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
গাজায় একদিনে ২৪ জন নিহত