বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

ফুটবল থেকে সাময়িক অবসরে সাইফ স্পোর্টিং

প্রিমিয়ার লিগ ফুটবল শেষ হয়েছে মঙ্গলবার। বুধবারই সাইফ স্পোর্টিং ক্লাব মহাখালি তাদের মহাখালি করপোরেট অফিসে সংবাদ সম্মেলনে ডেকেছিল। কিন্তু মঙ্গলবার রাতেই আবার সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। কী কারণে সংবাদ সম্মেলন আর কেনই বা স্থগিত করা হলো তার কারণ অবশ্য ক্লাব থেকে জানানো হয়নি। কিন্তু বুধবার বেলা গড়ার সঙ্গে সঙ্গেই বাতাসে ভাসতে থাকে সাইফ স্পোর্টিং ক্লাব ফুটবলের যাবতীয় কার্যক্রম থেকে নিজেদের সাময়িকভাবে গুটিয়ে নিচ্ছে। এটা জানিয়ে তারা বাফুফেকে চিঠিও দিয়েছে সভাপতি বরাবরে। প্রিমিয়ার লিগ ছাড়াও দ্বিতীয় বিভাগ লিগেও সাইফ স্পোর্টিং ক্লাবের একটি দল খেলে থাকে।

সাইফ স্পোর্টিং ক্লাব সাইফ পাওয়ারটেকের ক্লাব। হঠাৎ করে তাদের এভাবে সরে যাওয়াটা ফুটবলের জন্য অশনি সংকেত। কারণ প্রিমিয়ার লিগে তারা বিগ বাজেটের দল গড়ে থাকে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়াসহ পাঁচ/ছয় জন ক্রিকেটার খেলে থাকেন ক্লাবটিতে। চলতি মৌসুমে তারা লিগে তৃতীয়ে হয়েছে। এভাবে সরে যাওয়া নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের কর্ণধার এবং ক্লাবটির পরিচালনাকারী আর্থিক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রহুল আমিন বলেন, ‘বিশ্বের বর্তমান পরিস্থিতির কারণে আমাদের পক্ষে ফুটবলের কার্যক্রম চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। আমরা সাময়িকভাবে ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে সরে যাচ্ছি।’ তাদের এ সরে যাওয়া সাইফ পাওয়ারটেকের বোর্ড অব ডিরেক্টর্সের সভায় নেওয়া সিন্ধান্তের কথা জানিয়ে তরফদান রুহুল আমিন বলেন, ‘ আমাদের বোর্ড অব ডিরেক্টর্স জরুরি সভা করে আমরা এ সিন্ধান্ত নিয়েছি। ফুটবল চালাতে হলে অনেক সময় দিতে হয। যা আমরা সেভাবে দিতে পারছি না। তাই এভাবে সরে যাওয়া।

ঘরোয়া ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু ২০১৬ সালে। দেশের প্রথম কোনো করপোরেট হাইজের ক্লাবও ছিল তারা। তাদের সরে দাঁড়ানোতে ঘরোয়া ফুটবলে বিরাট এক শূন্যতা দেখা দিবে। ফুটবল থেকে সরে গেলেও দাবাসহ ক্রীড়ঙ্গণের অন্যান্য জায়গায় তারা থাকবে বলে জানান তরফদার রুহুল আমিন। তিনি চট্টগ্রাম আবাহনীর সঙ্গে নিজের যে সম্পৃক্ততা আছে তা থাকবে বলেও জানান।

সাইফ স্পোর্টিংয়ের সরে যাওয়া নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘সাইফ স্পোর্টিং ক্লাব থেকে চিঠি পেয়েছি। বাফুফে সভাপতি বরাবর একটা চিঠি তারা দিয়েছে। সেখানে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড বলেছে, ফুটবলীয় কার্যক্রমে সাময়িকভাবে অংশগ্রহণ করছে না। তাদের যুব দলটাও দ্বিতীয় বিভাগ লিগে খেলে থাকে। তারা আসলে ফুটবলের সব কার্যক্রম থেকেই বিরতি নিচ্ছে।’ সরে যাওয়ার কারণ হিসেবে তারা চিঠিতে উল্লেখ করেছে করোনা পরবর্তি বৈশ্বিক ব্যবসা-বানিজ্যের পরিস্থিতিকে। চিঠিতে বাফুফের ফুটবল কার্যক্রমেরও প্রশংসা করা হয়েছে বলে জানান আবু নাঈম সোহাগ।

সাইফ স্পোর্টিং না খেলাতে প্রিমিয়ার বিভাগ ফুটবল লিগে দলের সংখ্যাও কমে যাবে। নিয়ম অনুযায়ী দুইটি ক্লাব স্বাধীনতা সংঘ ও উত্তরা বারিধারা ক্লাবের অবনমন হয়েছে। উঠে আসবে আবার দুইটি। কিন্তু সাইফ স্পোর্টিং ক্লাবের শূন্যস্থান পূর্ণ হবে কী ভাবে? জানতে চাওয়া হলে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো মৌসুমেই আমাদের কোনো দলই কিন্তু নিশ্চিত নয়। প্রতি বছরই দলগুলোকে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য আবেদন করতে হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ক্লাবগুলোকে লাইসেন্স প্রদান করা হয়। তার আলোকে ক্লাবগুলো লিগ খেলে থাকে।’ এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমাদের প্রফেশনাল লিগের আদল, কাঠামো এবং যে বৈশ্বিক নিয়ম কানুন, আমরা যেমন বাফুফে ক্লাব লাইন্সেসিংটা ফলো করি। ক্লাব লাইন্সেসিংটাই বলে দেবে ক্লাব কতটা সামনে এগুতে পারে। সেই আলোকে, পরিবর্তিত পরিস্থিতিতে এবং পরের মৌসুমকে সামনে রেখে আমাদের ক্লাব লাইসেন্সিং উইনডো ওপেন হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দলকে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটিই সিদ্ধান্ত নেবে আগামী মৌসুমে কারা কারা খেলছে।’

ক্লাব লাইসেন্সিংয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বাফু্ফের সাধারণ সম্পাদক বলেন, ‘এ বছর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে যারা উঠবে তারা স্পোর্টিং মেরিট অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য যোগ্য। তবে তারা যদি ক্লাব লাইসেন্সিং না করে এবং শর্তপূরণ না করে তাহলে চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হলেও প্রিমিয়ার লিগ খেলতে পারবে না। কারণ, চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া প্রিমিয়ার লিগে খেলার একটা শর্ত। তাই বলবো ক্লাব লাইসেন্সিং শেষ হওয়ার পর আমরা বুঝতে পারবো কারা থাকছে প্রিমিয়ার লিগে।’

এমপি/

Header Ad
Header Ad

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

হাইকোর্টের রায়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ সকল আসামি খালাস পেয়েছেন। ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় এই রায় দেওয়া হয়।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন কায়সার কামাল ও মো. মাকসুদ উল্লাহ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান।

এর আগে, গত ৩০ জানুয়ারি মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে রায়ের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

২০১৯ সালের ৩ জুলাই পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী এ মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা বিএনপি, ছাত্রদল ও যুবদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ছিলেন বলে জানা গেছে।

পরবর্তীতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং আসামিরা খালাস চেয়ে আপিল করেন। আজকের রায়ে সবাইকে খালাস দেওয়া হলো।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, "এই মামলায় আইনের চরম অপপ্রয়োগ হয়েছে। কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা ছিল একটি পক্ষপাতদুষ্ট রায়। মামলার তদন্তও ছিল দুর্বল, অবহেলাজনিত ও কাল্পনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।"

তিনি আরও বলেন, "এই মামলায় দণ্ডিত ৪৭ জনের মধ্যে ইতোমধ্যে দুজন মারা গেছেন। বাকি ৪৫ জনের মধ্যে ৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন, আর বাকিরা গত ৫ আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছেন।"

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে হামলার শিকার হন। ট্রেন লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ওসি নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। প্রথমদিকে বিএনপির ছাত্রদল নেতা ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করা হয়।

পরের বছর তদন্তে কোনো সাক্ষী না পাওয়ায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, যা তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে গৃহীত হয়। তবে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠান।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। ১৯৯৭ সালের ৩ এপ্রিল পুলিশ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫২ জন নেতাকর্মীর বিরুদ্ধে নতুন অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া চলার পর অবশেষে আজ হাইকোর্টের রায়ে সকল আসামিকে খালাস দেওয়া হলো।

Header Ad
Header Ad

হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিংগ্রুপ ‘সাইবার কমিউনিটি’র পক্ষ থেকে জানানো হয়েছে তারা ছাত্রলীগের পেজটি নিষ্ক্রিয় করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে একাধিকবার খুঁজেও পেজটি পাওয়া যায়নি।

এদিকে সাইবার কমিউনিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার সামাজিক যোগাযোগের মাধ্যমে রাত ৯টায় লাইভে আসার কথা।’ সেই প্রেক্ষিতে মঙ্গলবার দিনগত রাত ২.১০ মিনিটে ছাত্রলীগের ওই পেজটি নিষ্ক্রিয় করা হয়েছে। সেই সাথে আওয়ামী লীগের ভেরিফাইড পেজের বিরুদ্ধেও কাজ চলমান।

‘সাইবার কমিউনিটি’ জুলাই আন্দোলনে বাংলাদেশে সাইবার যোদ্ধা হিসেবে মানুষের আস্থার জায়গা করে নিয়েছে, এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।

ফেব্রুয়ারিতেই ছাত্র-তরুণের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ফেব্রুয়ারিতেই ছাত্র-তরুণের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। সেখান থেকেই তিনি ও তার দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন।

Header Ad
Header Ad

হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা। ছবি: সংগৃহীত

তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর আদালত প্রাঙ্গণে সংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঈশ্বরদী থেকে আসা বিএনপির একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মী এই ঘটনায় জড়িত বলে অভিযোগ৷

রায় ঘোষণার পর বুধবার বেলা ১২টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে৷ সেখানে এ মামলায় আসামিপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা৷

হামলায় আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার৷ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হামলার সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুরসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে৷

ঘটনাস্থলে উপস্থিত আইনজীবীরা অভিযোগ করে বলেন, হঠাৎ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী হোট্টগোল শুরু করেন৷ এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালান নেতাকর্মীরা৷

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনেক্স চত্বরের বসে পড়েন সাংবাদিকরা৷ এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা৷

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা