নিউ জিল্যান্ডের বিপক্ষে সেরাটা দিতে চান বাংলাদেশের মেয়েরা
মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের অভিষেক ম্যাচকে রাঙাতে পারেননি নিগার সুলাতানা ও তার দল। র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা এবং শিরোপার জোর দাবিদার দক্ষিণ আফ্রিকারে বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও পরে ৩২ রানে হেরে যায়। ২০৭ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩০ বলে ৪৩ রানের। হাতে ছিল ৪ উইকেট। ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটসম্যান নিগার সুলতানা ও রিতু মনি। কিন্তু এই সময় দুই জনেই ৭ বল ও ৪ রানের ব্যবধানে আউট হয়ে গেলে শেষ পর্যন্ত আর লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি বাংলাদেশ দলের। এবার বাংলাদেশ দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আগামীকাল স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে। খেলা হবে প্রথম ম্যাচের ভেন্যু ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়। খেলা সরাসরি দেখাবে জিটিভি।
বাংলাদেশের মতো নিউ জিল্যান্ডও তাদের প্রথম ম্যাচে হেরেছিল। উইন্ডিজের বিপক্ষে হাড্ডাহা্ড্ডি লড়াইয়ের পর মাত্র ৩ রানে। এই ম্যাচে তাই এক দল প্রথম জয়ের স্বাদ পেতে যাচ্ছে।
বাংলাদেশের প্রথম বিশ্বকাপ হলেও নিউ জিল্যান্ড কিন্তু শিরোপাধারী। প্রতিবারই তারা খেলেছে। চারবার ফাইনাল খেলে শিরোপা জিতেছে একবার ২০০০ সালে। র্যাঙ্কিয়ে নিউ জিল্যান্ড পাঁচে থাকলেও তারাও শিরোপার দাবিদার। এই ম্যাচে জিতে তারা আগের ম্যাচের ক্ষত পুষিয়ে নেতে চাইবে। বাংলাদেশের চাওয়া প্রথম ম্যাচে যা হয়নি এই ম্যাচে সেটা করে নেওয়া। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এটা এমনই একটি মঞ্চ যেখানে আমাদের দেখানোর আছে অনেক কিছু। শেখার আছে অনেক কিছু। পাওয়ার আছে অনেক কিছু। আমাদের ভালো করার সুযোগ রয়ে গেছে এখনো।’
যে ডানেডিনে বাংলাদেশ কাল খেলতে নামবে, সেখানে অবস্থানের হয়ে গেছে বেশ কয়েকদিন। কন্ডিশনের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছে দল বলে জানান অধিনায়ক। এই মানিয়ে নেওয়াকে কাজে লাগিয়ে তিনি সেরাটা ঢেলে দিতে চান। আর সেরাটা ঢেলে দিতে পারা মানেই নিউ জিল্যান্ড ধরাশায়ী। নিগার বলেন, ‘এখানে আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। কন্ডিশন ও উইকেটের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিয়েছি। আমরা চেষ্টা করবো এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে।’
বাংলাদেশ ও নিউ জিল্যান্ড কালই প্রথমবারের মত পরস্পরের বিপক্ষে খেলবে।
এমপি/এএস