উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

মো. মোয়াজ্জেম হোসেন। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ২১ এপ্রিল সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, উপদেষ্টার সম্মতির ভিত্তিতে গত ৮ এপ্রিল থেকেই অব্যাহতি কার্যকর হয়েছে। তবে অব্যাহতির পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
মোয়াজ্জেম হোসেনের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে। তার পিতার নাম মো. আজিজার মন্ডল ও মাতার নাম আনোয়ারা বেগম।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট মোয়াজ্জেম হোসেনকে উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগপত্রে উল্লেখ ছিল, উপদেষ্টা পদে আসিফ মাহমুদ যতদিন থাকবেন অথবা মোয়াজ্জেম হোসেনকে বহাল রাখার অভিপ্রায় থাকলে ততদিনই এই পদে তার নিয়োগ কার্যকর থাকবে।
