পেনাল্টিতে রক্ষা আবাহনীর
আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে পুরো ৩ পয়েন্টই খুইয়ে ছিল চলতি মৌসুমে ডাবল জয় আবাহনী লিমিটেড। রবিবার (৬ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংয়ের কাছেও পয়েন্ট হারাতে বসেছিল ১-১ গোলে ড্র করে। কিন্তু ৯০ মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে পূর্ণ পয়েন্ট নিয়েই আবাহনী মাঠ ছাড়ে। খেলার সব কটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
আবাহনীর হয়ে দোরিয়েলতন ও কলিনদ্রেস গোল করেন। সাইফ স্পোর্টিংয়র পক্ষে গোল করেন এমেরি বাইসেঙ্গে। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আবাহনী তিন থেকে উঠে এসেছে দুইয়ে। কিছু সময় দুইয়ে থাকা শেখ জামাল নেমে গেছে তিনে। সবার উপরে আছে ১৮ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টংয়ের ১০ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।
সাইফ স্পোর্টিয়ের জন্য আজকের ম্যাচটি ছিল প্রকৃত অর্থে মন্দভাগ্য। প্রথমে গোল দিয়েও তারা ধরে রাখতে পারেনি। হেরেছে আবার যোগ করা অতিরিক্ত সময়ে।
খেলার প্রথম গোল হয় ৬৯ মিনিটে। জামাল ভুইয়ার ফ্রি কিক থেকে হেড করে গোল করে দলকে এগিয়ে নেন এমেরি বাইসেঙ্গে। এই লিড সাইফ স্পোর্টিং মাত্র ৬ মিনিট ধরে রাখতে পেরেছিল। ৭৫ মিনিটে কলিনদ্রেসের কর্ণার থেকে হেড করে গোল করে সমতা আনেন ব্রাজিলিয়ান দোরিয়েলতন। ৯০ মিনিট খেলার পর যোগ করা সময়ের ২ মিনিটে গোল পায় আবাহনী। ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন আবাহনীর কলিনদ্রেস। পরে তিনি নিজেই পেনাল্টি নিয়ে গোল করেন। লিগে এটি ছিল তার ষষ্ট গোল। তার উপরে আছেন ৮ গোল করে চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড।
এমপি/এসআইএইচ