ক্যাচিংয়ে উন্নতি ‘নিশ্চিত’ করতে চান ম্যাকডারমট
বাংলাদেশের কোচিং প্যানেলে যে শূন্যতা ছিল তা আর নেই বলা যায়। কোচিং প্যানেলে সর্বশেষ সংযোজন ছিল ফিল্ডিং কোচ অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমট। অ্যালেন ডোনাল্ডের মতো তিনিও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ফিল্ডিংয়ে বিশেষ করে ক্যাচিংয়ের উন্নতি ঘটাতে নিশ্চিত চেষ্টা করবেন বলে জানান তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অনেক ক্যাচ ফেলেছে। এই সব ক্যাচের মাঝে অনেকগুলো সহজ ক্যাচও ছিল। একই ঘটনা ঘটেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও। তিনি বলেন, ‘একটি ফিল্ডিং ইউনিট হিসেবে মাঠে যাতে করে আমরা আমাদের সেরাটা সব সময় দিতে পারি সেই নিশ্চিত চেষ্টাটা আমি ভালোভাবে করে যাব। আমরা সবাই জানি যে ফিল্ডিং যেমন ম্যাচ জেতাতে পারে, তেমনি আবার হারাতেও পারে। আমি চেষ্টা করব হারের চেয়ে জয়ী হতে বেশি।’ এই লক্ষ্য নিয়ে তিনি দলে যোগ দেয়ার জন্য মুখিয়ে আছেন বলেও জানান ম্যাকডারমট।
তিনি আরও বলেন, ‘আমি সত্যি খুবই উচ্ছ্বসিত আবার বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ। আমি দলে যোগ দেওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করছি।’
ম্যাকডারমট এর আগে যখন বাংলাদেশ দলে কাজ করেছিলেন, সেই দলের সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা এখনও খেলছেন। অভিজ্ঞতায় পরিপূর্ণ। পুরানো জায়গায় ফেরাটা তার জন্য দারুণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কাজ করার সময় অ্যাকাডেমি দল, জাতীয় দল ও বাংলাদেশ ‘এ’ দলে অনেক কঠোর পরিশ্রম করেছি। সেখানে আবার ফেরাটা আমার জন্য দারুণ হবে। সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহসহ অন্যদের সঙ্গে আবার কাজ করব।‘
বাংলাদেশের কোচিং স্টাফকে তিনি ‘অসাধারণ’ উল্লেখ করে বলেন, ‘রাসেল ডমিঙ্গো, জেমি সিডন্স, অ্যালান ডোনাল্ড আছেন কোচিং প্যানেলে। একটি অসাধারণ কোচিং স্টাফ গ্রুপের সঙ্গে আমার কাজ করাটা হবে দারুণ রোমাঞ্চকর।’
এমপি/এসআইএইচ