জাতীয় দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট
জাতীয় দলের কোচিং প্যানেলের শূণ্য স্থানগুলো পূরণ করা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের দিন বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যালেন ডোনাল্ডকে নিয়োগ দেওয়ার পর শনিবার (৫ মার্চ) ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক উইকেট কিপার ৪১ বছর বয়সী শেন ম্যাকডারমটকে। তার সঙ্গে বিসিবির চুক্তি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। তিনি এ সপ্তাহেই দক্ষিণ আফ্রিকা গিয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
ম্যাকডারমট আগে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মিজানুর রহমান বাবুল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে রায়ান কুকের সঙ্গে বিসিবি চুক্তি আর নবায়ণ না করার পর মিজানুর রহমান বাবুল ও রাজিন সালেহ এই দয়িত্ব পালন করেন। রায়ান কুক দায়িত্ব শুরু করেছিলেন ২০১৮ সালের জুলাই মাস থেকে।
ম্যাকডারমট ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অ্যাকাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ ও হাই পারফরম্যান্স ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ম্যাকডরম্যাটের কোচিং অভিজ্ঞতা দুই দশকেরও বেশি। তিনি শ্রীলঙ্কা দলের ফিল্ডিং কোচ এবং শ্রীলঙ্কা এ দলের প্রধান কোচ ছিলেন। তিনি অস্ট্রেলিয়া সিনিয়র দলের সঙ্গে অন্তর্বর্তী সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন। তার পেশাগত জীবনে, তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, নর্দান টেরিটরি ও ক্রিকেট তাসমানিয়ার সঙ্গে বিভিন্ন কোচিং ক্যাপাসিটিতে জড়িত ছিলেন।
এমপি/টিটি