মাহমুদউল্লাহর কাঠগড়ায় ব্যাটসম্যানরা
আফগানিস্তানের বিপক্ষে আবারও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারল না বাংলাদেশ। এটি ছিল দুই দেশের তৃতীয় সিরিজ। তিন ম্যাচের প্রথম সিরিজে আয়গানিস্তান হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে হারিয়েছিল। পরের সিরিজ ছিল দুই ম্যাচের। প্রথম ম্যাচেই হেরে বাংলাদেশ ব্যাকফুটে চলে গিয়েছিল। পরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করে।
এবারের দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ ৬১ রানে জিতে যাওয়ার পর প্রথমবারের মত সিরিজ জেতার সুবর্ন সুযোগ এসেছিল। কিন্তু বাজে ব্যাটিং আর ফিল্ডিংয়ে বাংলাদেশ বঞ্চিত হল। আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১১৫ রান করে। আফগানিস্তানের বিপক্ষে যা ছিল বাংলাদেশের সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ছিল দেরাদুনে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ১২২। আজকের এই ম্যাচে সিরিজ জিততে না পারার কারণ হিসেবে মাহমুদউল্লাহ দলের ব্যাটসম্যানদের দিকে আঙ্গুল দিয়েছেন। তিনি বলেন, ‘হতাশাজনক। প্রথমত উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা প্রয়োজন অনুযায়ী জুটি গড়তে পারিনি। বেশি রান তুলতে পারিনি। ম্যাচটা যেভাবে শেষ হল তা অত্যন্ত হতাশাজনক।’
টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভালো একটা স্কোর গড়ার লক্ষ্যে। কিন্তু সেখানে বাংলাদেশ করে মাত্র ১১৫। মাহমুদউল্লাহ বলেন, ‘এই উইকেটে ১৫০-১৬০ রান করা সম্ভভ না হলেও ১৩০-১৪০ রান করা যায়। আমি আর মুশফিক চেষ্টা করছিলাম একটি ভালো জুটি গড়ার। আফগানিস্তানের মূল বোলাররা তখন বোলিং করছিল। আমরা আরও কিছু রান করতে পারলে ভিন্ন চিত্র হত হয়তো। আমি যেটা বলেছিলাম আমাদের ভালো জুটি হয়নি এটাই ব্যাটিং ব্যর্থতার কারণ। এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। মাহমুদউল্লাহ একাধিক ক্যাচ ছাড়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কয়েক ম্যাচ ধরে এমন হচ্ছে। আমাদের এটার সমাধান বের করতে হবে। পুরো দল হিসেবেই ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে'
এমপি/এএস