ওয়ার্নের মৃত্যুতে হতবাক মাশরাফি
ক্রিকেট বিশ্ব শোকাহত। ১২ ঘণ্টার ব্যবধানে হারিয়েছে সেরা দুই ক্রিকেটারকে। দুজনেই অস্ট্রেলিয়ান। একজন রডনি মার্শ। তার সময়ে তিনি ছিলেন বিশ্ব সেরা উইকেটকিপার। অপরজন শেন ওয়ার্ন। সর্বকালের সেরাদের একজন। রডনি মার্শের বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাতপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেন ওয়ার্নের মৃত্যু ছিল আকষ্মিক। বয়স হয়েছিল মাত্র ৫২। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। হৃদরোগে হোক আর অন্যভাবে হোক ওয়ার্নের মৃত্যু যেন গোটা ক্রিকেট বিশ্বকে নির্বাক করে দিয়েছে।
অনেকেই বিশ্বাসই করতে পারছেন না। সামাজিক যোগযোগ মাধ্যমে অনেকেই তাকে নিয়ে
স্মৃতিচারণ করছেন। বাংলাদেশের একদিনের ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফিও হতবাক তার মৃত্যুর সংবাদ শুনে। নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল! সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। তিনি একজন জাদুকর, প্রতিভার ভান্ডার! সে যখন বল ছাড়ার আগে একটু বিরতি নিত, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা জাদু দেখার জন্য। আর দেখা হবে না সেই জাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’। ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন!’
ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমও।
সাকিব লিখেছেন, ‘ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরার প্রতি থাকল আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।’
তামিম লিখেছেন, ‘একজবন কিংবদন্তির বিদায়। শেন ওয়ার্ন সেরা বোলারদের একজন।
খুব তাড়াতাড়ি চলে গেলেন উল্লেখ করে মুশফিক লিখেছেন, ‘শেন ওয়ার্ন আর নেই এমন খবর শুনে খুবই হতবাক। আত্মার শান্তি কামনা করছি। খুব তাড়াতাড়ি চলে গেলেন।
এমপি/এসআইএইচ