দ. আফ্রিকা সফরে ভালো করার নিশ্চয়তা দিচ্ছেন না মুমিনুল
জাতীয় দল যখন রঙিন পোষাকের ক্রিকেট খেলতে আফগানিস্তানের বিপক্ষে ব্যস্ত, তখন সাদা পোষাকের ক্রিকেটাররা ব্যস্ত বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। এরই মাঝে নির্বাচকরা দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে দলের জন্য দল ঘোষণা করেছেন। বগুড়ায় মুমিনুলদের এই ক্যাম্প করা হয়েছে মূলত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজকে সামনে রেখেই। কিন্তু সফরে ভালো করার ব্যাপারে কোনো আশার কথা শুনাননি টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
তিনি আজ বগুড়ায় থেকে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি এখানে ক্যাম্প করেছি। তাই বলে দক্ষিণ আফ্রিকায় ভালো করব, এই নিশ্চয়তা দিতে পারব না।’
বগুড়ায় ক্যাম্প করা হয়েছে মুমিনুলের পরামর্শেই। যেখানে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা বিবেচনা করে বাউন্সিং উইকেটে অনুশীলন করা হচ্ছে। এ নিয়ে মুমিনুল বলেন, ‘আমি প্রক্রিয়াটি ঠিক রাখতে চাই। প্রক্রিয়া ঠিক থাকলে ভালো করতে পারব। বোর্ড আমাদের যে সুযোগটা করে দিয়েছে, সেটা আমাদের জন্য ভালো হবে। এখানকার কন্ডিশনও খুব ভালো ছিল। ব্যাটসম্যান, বোলার সবার জন্যই। যারা বাংলাদেশের জন্য ভবিষ্যতে খেলবে, তাদের জন্য এটা খুব ভালো একটা ক্যাম্প হয়েছে বলে আমার মনে হয়।’
দক্ষিণ আফ্রিকা সফর বাংলাদেশের জন্য কঠিন। এরই মধ্যে বাংলাদেশ এক কঠিনেরে জয় করেছে। আর তাহলো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট ম্যাচে হারানো। এই জয় কি দক্ষিণ আফ্রিকা সফরে অনুপ্রেরণা হতে পারে না বাংলাদেশ দলের জন্য? মুমিনুল বলেন, ‘অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। কারণ একটা বড় দলের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ জেতা বড় ব্যাপার।’
মুমিনুল অতীত নিয়ে পড়ে থাকতে চান না। তিনি বলেন, ‘আমাদের অতীত নিয়েও বেশি ভাবনার প্রয়োজন নেই। দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ভাবতে হবে। যেহেতু আমাদের নিয়ে মানুষের প্রত্যাশাও বেড়েছে। তাই আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে কেমন করি সেটা গুরুত্বপূর্ণ।’
নিউজিল্যান্ডে পাওয়া এই জয় প্রতিপক্ষ দলগুলোর বাংলাদেশকে নিয়ে আগের ভাবনার পরিবর্তন আসবে বলেও মনে করেন অধিনায়ক। তিনি বলেন, ‘অন্যান্য দলগুলো আমাদের আগে যেভাবে দেখত, এখন নিশ্চয়ই সেভাবে দেখবে না। আমাদের আরও গুরুত্ব দেবে। চ্যালেঞ্জও থাকবে।’
এমপি/আরএ/