কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই
অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, অচেতন অবস্থায় তাকে ভিলায় (কোহ সামুই অবকাশ এলাকা) পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, এই সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে ওয়ার্নের পরিবার। বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।
শেন ওয়ার্নের ক্রিকেটে ছিল এক বর্ণাঢ্য ক্যারিয়ার। ১৪৫ টেস্ট ম্যাচ খেলে অবিশ্বাস্য এক ক্যারিয়ার কাটানো ওয়ার্নের ঝুলিতে আছে ৭০৮ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার, আর ১০ উইকেট নিয়েছেন ১০ বার। ইনিংসে সেরা বোলিং ফিগার ৮/৭১। টেস্ট ক্রিকেটে ৬শ’ আর ৭শ’ উইকেট পাওয়া প্রথম বোলার ওয়ার্ন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ১০০০ উইকেটের স্বাদ পাওয়া প্রথম বোলারও তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নেওয়া ওয়ার্ন ব্যাট হাতেও ১০১৮ রান আর টেস্টে ৩১৫৪ রান করেছেন। টেস্টে লোয়ার অর্ডারে ১৯৯ ইনিংসে ব্যাট করে করেছেন ১২টি হাফ সেঞ্চুরি।
টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সাহায্য ছাড়াই তিন হাজারের বেশি রানের মালিক তিনি। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৯ রানের একটি ইনিংসও আছে তার।
১৯৯৯ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। সেই থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্রিকেটবিশ্বে অজিদের একক পরাশক্তি হিসেবে টিকে থাকার পেছনেও অন্যতম নিয়ামক ছিলেন এই জেনুইন লেগ স্পিনার।
লেগ স্পিনার হিসেবে তার অসংখ্য কীর্তির মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে তার ‘বল অব দ্য সেঞ্চুরি’। ১৯৯৩ সালে মাইক গ্যাটিংকে আউট করা বলটি আজও বিস্ময় জাগায়। গত শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দলেও আছেন তিনি।
ক্যারিয়ারে বহু বিতর্কের জন্ম দিয়েছেন শেন ওয়ার্ন। ২০০৩ সালের বিশ্বকাপের আগে ডোপ টেস্টে ফল পজিটিভ হয়ে ক্রিকেট থেকেই নিষিদ্ধ হন।
এছাড়া তার ক্যারিয়ারে নারী সংক্রান্ত বিতর্ক ছিল নিত্যসঙ্গী। ২০০৪ সালে তিনি অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেটে ফেরেন, তবে ওয়ানডে না খেলে ২০০৭ সাল পর্যন্ত টেস্ট খেলে যান।
জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আর ভারতের আইপিএলে খেলা চালিয়ে যান ওয়ার্ন। আইপিএলের প্রথম আসরেই রাজস্তান রয়্যালসের নেতৃত্ব দিয়ে শিরোপা জিতে নেন।
আরএ/