শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলার অপেক্ষায় মুশফিক
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। আগামীকাল অনুষ্ঠিত হবে দুই ম্যাচের সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে মুশফিককে পাওয়া যাবে। এমনটিই জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত ২ মার্চ মুশফিকুর রহিমের ডানহাতের বৃদ্ধাঙ্গুলি বল লাগার পর এক্স-রে করানো হয়েছিল। এক্সরেতে কোনো ধরনের ফ্রাকচার ধরা পড়েনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আজকে ব্যাটিং করলেন, থো-ডাউন করলেন। তিনি ভালো আছেন। সবমিলিয়ে কালকের ম্যাচের সিলেকশনের জন্য বিবেচনা করা হবে।’
শুক্রবার (৪ মার্চ) মুশফিক দলের ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছিলেন। সেখানে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন অনুশীলনের সময় মুশফিকুর রহিম ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাকে এক্সরে করানো হয়। সেখানে কোনো রকম চিড় ধরা না পড়লেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচের দিন বিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে প্রথম ম্যাচে মুশফিককে নিয়ে কোনো রকমের ঝুঁকি নেওয়া হবে না বলে জানিয়ে তাকে একাদশের বাইরে রাখে। যে কারণে মুশফিকের সে দিন আর শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। এই শততম টি-টোয়েন্টি ম্যাচ তার বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজেই খেলার কথা ছিল। কিন্তু বিশ্রামের কথা বলে বাদ দেওয়াতে মুশফিকের অপেক্ষা বেড়ে যায়। সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে খেলবেন শততম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমানে তার ম্যাচ খেলার সংখ্যা ১১৪টি।
এমপি/আরএ/