চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্শ
না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রডনি মার্শ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
গত ২৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বুন্দাবার্গে একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন রড মার্শ। সেই অনুষ্ঠান থেকে হোটেলে ফেরার পথে গাড়িতেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৪ মার্চ) অ্যাডিলেডের একটি হাসপাতালে মারা যান তিনি।
মার্শের মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে ক্রিকেট তাসমানিয়া বলেছে, ‘রড অস্ট্রেলিয়ান ক্রিকেটের আইকন। তার চলে যাওয়া বিশ্ব ক্রিকেটের জন্যই বড় ক্ষতি।’
মার্শের দীর্ঘদিনের বন্ধু ইয়ান চ্যাপেল চ্যানেল নাইনকে বলেন, ‘শুধু তার খেলার সামর্থ্যের জন্য নয়, রডনি স্পষ্টবাদী ছিল। আপনি তার চোখে কেমন, তা দ্রুতই বুঝিয়ে দিত। অনেকেই তাকে চিনত, সবাই হয়তো পছন্দ করত না কিন্তু সম্মানটা করেছে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, বড় হয়ে ওঠার পথে রডনি মার্শ ছিলেন তাঁর প্রিয় ক্রিকেটারদের একজন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার হিসেবে তাকে মনে রাখবেন সবাই।’
উল্লেখ্য, ১৯৭০ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ম্যাচ খেলেন রডনি মার্শ। এরপর জাতীয় দলের হয়ে ৯৬টি টেস্ট ও ৯২টি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। এ ছাড়াও ২০১৬ সাল পর্যন্ত জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করেন মার্শ। এর আগে ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত এডিলেডে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এসআইএইচ