মুনিম ও ইয়াসির আলীর অভিষেক
আফগানা ভীতি কাটাতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান ভীতি কাটাতে টস জিতে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ খেলা একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। সেই একাদশে খেলা নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারি, আমিনুল ইসলাম এবার দলেই নেই। আগের ম্যাচে সেরা একাদশে খেললেও এবার সেরা একাদশে নেই পেসার শহীদুল ইসলাম ও তাসকিন আহমেদ।
একাদশে ফিরে এসেছেন সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। অভিষেক হয়েছে বিপিএল কাঁপানো ওপেনার মুনিম শাহরিয়ার এবং টেস্ট ও ওয়ানডের পর ইয়াসির আলী রাব্বিরও। আফগানিস্তান দলে দুজনের অভিষেক হলো। তারা হলেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের। দুই দেশ এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ছয়বার মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা অতিথিদেরই ভারী। তারা জিতেছে চারটিতে। বাংলাদেশের জয় দুইটিতে। বাংলাদেশ জয় পেয়েছে প্রথম ও শেষ ম্যাচে। মাঝের চারটিতে জয় ছিল আফগানিস্তানের।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
এমপি/আরএ/