শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | ১০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সুপার সিক্সে বাংলাদেশের পথের কাটা ভারত  

ছবিঃ সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। সেখানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৬ জানুয়ারি ভারতের বিপক্ষে এবং ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগ্রেসরা।

‘ডি’ গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার সিক্সে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। সেখানে আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আছে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী ১ নম্বর গ্রুপে রাখা হয়েছে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের সেরা ছয় দলকে।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তাদের সঙ্গে সুপার সিক্সে খেলতে হবে না বাংলাদেশকে। আর শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপ রানার্স-আপ হওয়ায়, তাদের সঙ্গে খেলা নেই টাইগারদের। কারণ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স-আপের সঙ্গে রানার্স-আপের কোন ম্যাচ নেই।

এজন্য ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং তৃতীয় হওয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে হারলেও স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের। তাই স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলবে বাংলাদেশ। সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে বাংলাদেশ।

সুপার সিক্সে সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এ শীর্ষে ভারত ও অস্ট্রেলিয়া। সুপার সিক্সে গ্রুপ-২এ খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।

Header Ad
Header Ad

অভিনয় ছেড়ে ইসলামে মনোযোগ বাড়াচ্ছেন তামিম মৃধা  

ছবিঃ সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও তার বেশ পরিচিতি। তবে তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন।

তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

এদিকে নেটিজেনরা তামিমমে শুভেচ্ছা জানিয়েছেন। সুমন আহমাদ নামে একজন লিখেছেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ভাই তামিম মৃধাকে কবুল করুন। হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। দ্বীনের উপর ভাইকে আল্লাহ অটুট রাখুন।’

আরেকজনের ভাষ্য, ‘তামিম ভাইকে অনেক আগে থেকেই চিনি। এর আগে তার এতোবড় দাড়ি দেখি নাই। হয়ত কামব্যক করতে পারে। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা আশাবাদী হতেই পারি।’

Header Ad
Header Ad

শনিবার ঢাবিতে প্রতি আসনের জন্য লড়বেন ৪৩ শিক্ষার্থী  

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ সেশনের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস থেকে জানানো হয়, এবারে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।

পরীক্ষা শুরু হবে শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় এবং শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

বাংলা , ইংরেজি ও সাধারণ জ্ঞান এই তিনটি বিষয়ের উপর ১০০ নম্বরের পরীক্ষা হবে যেখানে লিখিত অংশে থাকবে ৪০ নম্বর (বাংলা ও ইংরেজি ) এবং এমসিকিউ অংশে থাকবে ৬০ নম্বর । পরীক্ষার মোট সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

ঢাকাসহ মোট আটটি বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।


পরীক্ষার্থীদের করণীয় হিসেবে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে-

ক) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

খ) প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

গ) সব ধরনের পেনসিলের ব্যবহার নিষিদ্ধ।

ঘ) সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

Header Ad
Header Ad

ষড়যন্ত্র মোকাবেলায় যে বার্তা দিলেন তারেক রহমান  

ছবিঃ সংগৃহীত

‘এখন যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে’ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলাটিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা ‘বাকশাল’ কায়েম করে। এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভূলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিশা ছড়িয়ে দেয়।’

তিনি আরো বলেন, ‘একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলীক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয়, দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্বকে তারা সঙ্কটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি। বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনই সভ্য রীতি-নীতি অনুসরণ করেনি। তখন কারাগারই ছিল বিরোধী দলের ঠিকানা।’

তারেক রহমান বলের, ‘গণতন্ত্রবিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার ৫ আগস্টে ছাত্র-জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।’

তারেক রহমান আরো বলেন, ‘এখন যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অভিনয় ছেড়ে ইসলামে মনোযোগ বাড়াচ্ছেন তামিম মৃধা  
শনিবার ঢাবিতে প্রতি আসনের জন্য লড়বেন ৪৩ শিক্ষার্থী  
ষড়যন্ত্র মোকাবেলায় যে বার্তা দিলেন তারেক রহমান  
যুক্তরাষ্ট্রে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ  
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার  
১৬ বছর পর সম্প্রচারে ফিরছে ‘চ্যানেল ওয়ান’  
সুপার সিক্সে বাংলাদেশের পথের কাটা ভারত  
আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে: শিক্ষকদের প্রতিনিধি মাহবুবুর রহমান  
ফেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ  
বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ, প্রতিবাদে বাংলাদেশিরা ধরে আনলেন ভারতীয় একজনকে  
ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত আট  
আগামি নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার প্রচেষ্টা চলছে
ইসলাম ছাড়া জোটও নাই, সমঝোতাও নাই: জামাতের নায়েবে আমির  
আগামীকাল শতাধিক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না  
দিনাজপুরে হত্যা মামলায় ছাত্রলীগ সভাপতি ও  আওয়ামীলীগ কর্মী গ্রেফতার
আমার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি প্রমাণিত, সর্বোচ্চ দায় স্বীকার নিতে প্রস্তুত: হাসনাত  
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে মাদরাসা শিক্ষকদের পদযাত্রা  
পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল  
কবে হবে নির্বাচন? যা জানালেন প্রধান উপদেষ্টা  
বাংলাদেশে সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করলো ভারত, মহড়া চালাচ্ছে বিএসএফ