বিপিএলের টিকিট না পাওয়ায় মিরপুরে দর্শকদের বিক্ষোভ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
বিপিএলের একাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল (সোমবার) দুপুরে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। কিন্তু তার আগেই শুরু হয়েছে বিতর্ক। টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ শুরু করেছেন ভক্তরা। এ সময় বিসিবিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন তারা।
টিকিটের আশায় ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন সমর্থকরা, বেলা যতই গড়াচ্ছে ততই আকার বাড়ছে সেই লাইনের। তবুও বুথ বন্ধ থাকায় মেলেনি টিকিট। যে কারণে হতাশাগ্রস্ত দর্শকদের একটি অংশ মিছিল আবার কেউ কেউ অবস্থান নিয়েছেন মিরপুর হোম অব ক্রিকেটের সামনে।
ফজরের পর থেকেই টিকিটের জন্য অপেক্ষায় থাকার কথা জানিয়ে এক সমর্থক বলছেন, ‘ফজরের পর টিকিটের জন্য এসেছি। তখন ছিল কয়েকজন, এখন দেখেন কত লম্বা লাইন। টিকিট কখন পাওয়া যাবে কিংবা আদৌ পাব কি না কোনো নিশ্চয়তা নেই।’
বিক্ষুব্ধ কয়েকজন সমর্থকের অভিযোগ, ‘এখানে আসার পর টিকিটের জন্য যোগাযোগ করা হলে বলা হয় অনলাইনে দেবে, এখানে না। কিন্তু ওয়েবসাইটও বন্ধ, একটা জায়গায় তো চালু রাখবে তারা। আড়াইশ-তিনশ পোলাপান ভোর ৪টা থেকে এসে বসে আছে।’
এর আগে এবারের বিপিএলের টিকিট অনলাইনে ছাড়ার কথা বলা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা কিছুই জানাতে পারেনি। গতকাল বিসিবির ওয়েবসাইটে ঢুকতেও সমস্যায় পড়েন সমর্থকরা। আজ সেটি সচল হলেও টিকিট সংক্রান্ত আপডেট আসেনি এখন পর্যন্ত।
উল্লেখ্য, প্রায় দেড়মাস ব্যাপী বিপিএলের একাদশ আসর ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার জমকালো আয়োজনে ফ্র্যাঞ্চাইজি আসরটি আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। বেশ কিছু নতুন উদ্যোগও চোখে পড়েছে বিপিএলকে কেন্দ্র করে। তবে শুরু থেকেই সকল বিদেশি ক্রিকেটারকে না পাওয়া কিংবা টিকিট সংক্রান্ত ঘাটতি চোখে পড়ছে আসরের পর্দার ওঠার আগে।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)