৫৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম
তানজিদ তামিম। ছবি: সংগৃহীত
বিপিএলে এর আগে সেঞ্চুরি হলো মাত্র দুটি। একটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয়ের। অন্যটি করলেন রংপুর রাইডার্সের উইল জ্যাকসের। এবার এই দু’জনের সঙ্গে যোগ হলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ হাসান তামিম।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরির দেখা পান তামিম। নিজেদের মাঠে খুলনা টাইগার্সের বিপক্ষে শতকের দেখা পান চট্টগ্রামের জার্সিতে খেলা এই তরুণ ক্রিকেটার।
চট্টগ্রামের ইনিংসের ১৬.৩ ওভারে মেলে তামিমের সাফল্যের দেখা। জেসন হোল্ডারের বল গালিতে ঠেলে দিয়ে এক রান নিয়ে তামিম পৌঁছে যান তিন অঙ্কের ঘরে।
সেঞ্চুরি করতে তামিম খেলেছেন ৫৮ বল। মেরেছেন সমান সাতটি করে ছক্কা-চার। প্রথম সেঞ্চুরির ছোঁয়া পেয়ে নিজের ব্যাট ঘুরিয়ে উদযাপনে মাতেন এই তরুণ। এরপর লুটিয়ে পড়েন সিজদায়। দলের বাঁচা-মরার ম্যাচে তামিমের সেঞ্চুরিতে বড় লড়াইয়ের পুঁজিও পেল চট্টগ্রাম। তানজিদ তামিমও ছাড়িয়ে গেলেন সবাইকে, করে ফেললেন চলতি বিপিএলে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। দলের হয়ে আজ তিনি করেছেন ৬৫ বলে ১১৬ রানের ইনিংস।
চট্টগ্রামে এই ম্যাচ জিতলেই উঠে যাবে বিপিএলের প্লে-অফে। নয়তো, পড়তে হবে সমীকরণের জালে। যদিও সেই সমীকরণ খুবই ক্ষীণ। তাই ম্যাচ জিতেই পরের ধাপে দলকে নিয়ে যেতে লড়েন তানজিদ তামিম।