অবশেষে বিপিএল খেলার অনুমতি পেলেন সাইফউদ্দিন
ছবি সংগৃহিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরে সময়টা ভালো যাচ্ছে না ফরচুন বরিশালের। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন হারের স্বাদ পেয়েছে অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। দলের কঠিন এই সময়ে সুখবর পেয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। অবশেষে এবারের বিপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই চোটভাগ্য সঙ্গে নিয়ে চলেছেন সাইফউদ্দিন। তার পিঠের চোট বেশ পুরনো। যে কারণে লম্বা সময় ধরে তিনি জাতীয় দলের বাইরে আছেন। কাতারে চিকিৎসার নেওয়ার পর সাইফ অপেক্ষায় ছিলেন বিপিএল দিয়ে ফের মাঠে ফেরার। কিন্তু বিপিএলের আগমুহূর্তে তার ফিটনেস ইস্যুতে শঙ্কার কথা জানিয়েছিল তার ফ্র্যাঞ্চাইজি। যে কারনে এতদিন তার বিপিএলে মাঠে নামা হয়নি।
সাইফউদ্দিনকে বিপিএলের শুরুতে খেলার অনুমতি দেয়নি বিসিবির মেডিকেল বিভাগ। চোট যাতে না বাড়ে কিংবা খেলা ঝুঁকিপূর্ণ না হয় এজন্য তাকে খেলাতে বারণ করা হয় ফরচুন বরিশালকে। সে সময় জানানো হয়েছিল, ফেব্রুয়ারির ৪-৫ তারিখের দিকে সাইফউদ্দিন খেলার অনুমতি পেতে পারেন। অবশেষে বিসিবির মেডিকেল বিভাগ থেকে সবুজ সংকেত মেলায় খেলতে আর বাধা নেই তার।
অবশ্য এখনি মাঠে নামতে পারবেন না সাইফউদ্দিন। তাকে মাঠে দেখা যেতে পারে বিপিএলের ঢাকা পর্ব থেকে। ঢাকায় দ্বিতীয় দফায় খেলা গড়াবে ৬ ফেব্রুয়ারি। সেদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে বরিশাল। একাদশে সুযোগ পেলে সেদিনই এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলবেন তারকা এই পেস অলরাউন্ডার।
বিসিবির মেডিকেল বিভাগ সাইফউদ্দিনকে ভালো করে যাচাই করেই দিয়েছে খেলার অনুমতি। ছাড়পত্র মিলবার দিনে মিরপুরে ৪ ওভার বোলিংও করেছেন ফেনীর এই ক্রিকেটার, হয়েছে অন্যান্য পরীক্ষানিরীক্ষাও। সিলেট পর্বের খেলা শেষে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ফরচুন বরিশালের এই ক্রিকেটারের।
এমনিতেই এবারের বিপিএলে তারকা খেলোয়াড়ের মেলা বসিয়েও হারছে বরিশাল। ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছে ফরচুন বরিশাল। বোলিংয়ে আক্রমণের দুর্বলতা প্রতি ম্যাচেই দেখা যায় তাদের। দীর্ঘ সময় পর চোট থেকে ফেরা সাইফউদ্দিন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা।